ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সুনামগঞ্জে ২৮ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক Logo বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র নতুন সভাপতি মোঃ শাহ আলম, সম্পাদক মনির Logo চান্দিনায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ Logo সামরিক বিধিনিষেধ ভাঙার চেষ্টায় জাপান: বিশ্বজনমতের কড়া নজরদারি Logo বিশ্ব উদ্ভাবন সূচকে শীর্ষ দশে চীন, বৈশ্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব Logo ঘাটাইলে বিনিময় ও প্রান্তিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ২২ Logo টাঙ্গাইল রংপুর মহাসড়কে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত১ Logo বুড়িচংয়ের শিবরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকের মিলন মেলা Logo তাহিরপুর সীমান্ত থেকে ২৪টি ইলেকট্রিক বিস্ফোরক ডেটোনেটর উদ্ধার Logo গলাচিপায় নদীতে নিখোঁজ দুই জেলের মৃতদেহ উদ্ধার

ইইউ ব্র্যান্ডি নিয়ে চীনের এন্টি-ডাম্পিং তদন্ত চীনা আইন এবং ডব্লিউটিও-র নিয়মে হবে

  • স্বর্ণা:
  • আপডেট সময় ১১:০৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন থাও গতক (সোমবার) প্যারিসে ফরাসি ব্র্যান্ডি কোম্পানি ও শিল্প সমিতির সাথে আলোচনার সময় বলেন, ইইউ ব্র্যান্ডি নিয়ে চীনের এন্টি-ডাম্পিং তদন্ত দেশীয় শিল্পের আবেদনের প্রেক্ষাপটে শুরু হয়েছিল, যার লক্ষ্য কোনো নির্দিষ্ট ইইউ সদস্যরাষ্ট্র নয়; তদন্তের ফলাফলও পূর্বনির্ধারিত নয়। এ ক্ষেত্রে চীনা আইন এবং ডব্লিউটিও-র নিয়ম অনুসারে, খোলাখুলি ও স্বচ্ছভাবে তদন্ত পরিচালনা করা হবে এবং সংশ্লিষ্ট পক্ষের বৈধ অধিকার সম্পূর্ণভাবে রক্ষা করা হবে।

ওয়াং ওয়েন থাও বলেন, চলতি বছর চীন ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। চীন-ফরাসি অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। চীন ফরাসি ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা জোরদার করতে এবং চীন-ফরাসি অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের স্থিতিশীল উন্নয়নের পক্ষে কাজ করে যেতে ইচ্ছুক।

তিনি বলেন, চীনের বড় বাজার আছে এবং বিপুল বাণিজ্যের সম্ভাবনাও রয়েছে। ২০২৪ হলো চীনের “ভোগ প্রচারের বছর”। এ বছর উচ্চমানের আমদানিকৃত পণ্যের আরও বৃদ্ধি পাবে। ফরাসি কোম্পানিগুলো চীনের উন্নয়নের সুযোগ গ্রহণ করতে পারে।

ফ্রেঞ্চ কগনাক অ্যাসোসিয়েশন, ফ্রেঞ্চ আরমাগনাক অ্যাসোসিয়েশন এবং ফ্রেঞ্চ ফেডারেশন অফ ওয়াইন অ্যান্ড স্পিরিটস এক্সপোর্টার্স সহ তিনটি শিল্প সমিতির নেতারা এবং পেরনোড রিকার্ড, এলভিএমএইচ, এবং রেমি কন্ট্রেউসহ পাঁচটি কোম্পানির সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা চীনের তদন্ত-প্রক্রিয়ার সাথে সক্রিয়ভাবে সহযোগিতা করতে এবং চীনা বাজারে নিজেদের ভাগ্যের অনুসন্ধান চালিয়ে যেতে ইচ্ছুক বলেও জানান।
সূত্র:চায়না মিডিয়া গ্রুপ।

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে ২৮ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক

SBN

SBN

ইইউ ব্র্যান্ডি নিয়ে চীনের এন্টি-ডাম্পিং তদন্ত চীনা আইন এবং ডব্লিউটিও-র নিয়মে হবে

আপডেট সময় ১১:০৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪

চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন থাও গতক (সোমবার) প্যারিসে ফরাসি ব্র্যান্ডি কোম্পানি ও শিল্প সমিতির সাথে আলোচনার সময় বলেন, ইইউ ব্র্যান্ডি নিয়ে চীনের এন্টি-ডাম্পিং তদন্ত দেশীয় শিল্পের আবেদনের প্রেক্ষাপটে শুরু হয়েছিল, যার লক্ষ্য কোনো নির্দিষ্ট ইইউ সদস্যরাষ্ট্র নয়; তদন্তের ফলাফলও পূর্বনির্ধারিত নয়। এ ক্ষেত্রে চীনা আইন এবং ডব্লিউটিও-র নিয়ম অনুসারে, খোলাখুলি ও স্বচ্ছভাবে তদন্ত পরিচালনা করা হবে এবং সংশ্লিষ্ট পক্ষের বৈধ অধিকার সম্পূর্ণভাবে রক্ষা করা হবে।

ওয়াং ওয়েন থাও বলেন, চলতি বছর চীন ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। চীন-ফরাসি অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। চীন ফরাসি ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা জোরদার করতে এবং চীন-ফরাসি অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের স্থিতিশীল উন্নয়নের পক্ষে কাজ করে যেতে ইচ্ছুক।

তিনি বলেন, চীনের বড় বাজার আছে এবং বিপুল বাণিজ্যের সম্ভাবনাও রয়েছে। ২০২৪ হলো চীনের “ভোগ প্রচারের বছর”। এ বছর উচ্চমানের আমদানিকৃত পণ্যের আরও বৃদ্ধি পাবে। ফরাসি কোম্পানিগুলো চীনের উন্নয়নের সুযোগ গ্রহণ করতে পারে।

ফ্রেঞ্চ কগনাক অ্যাসোসিয়েশন, ফ্রেঞ্চ আরমাগনাক অ্যাসোসিয়েশন এবং ফ্রেঞ্চ ফেডারেশন অফ ওয়াইন অ্যান্ড স্পিরিটস এক্সপোর্টার্স সহ তিনটি শিল্প সমিতির নেতারা এবং পেরনোড রিকার্ড, এলভিএমএইচ, এবং রেমি কন্ট্রেউসহ পাঁচটি কোম্পানির সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা চীনের তদন্ত-প্রক্রিয়ার সাথে সক্রিয়ভাবে সহযোগিতা করতে এবং চীনা বাজারে নিজেদের ভাগ্যের অনুসন্ধান চালিয়ে যেতে ইচ্ছুক বলেও জানান।
সূত্র:চায়না মিডিয়া গ্রুপ।