
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসামের জনপ্রিয় ও জনতার ইউএনও খ্যাত সফল উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদের ষড়যন্ত্রমূলক বদলির আদেশ বাতিলের দাবিতে দ্বিতীয় দিনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নাগরিক সমাজ, সাধারণ মানুষ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। এতে উত্তাল হয়ে উঠেছে গোটা লাকসাম।
এদিকে ষড়যন্ত্রমূলক ওই বদলির আদেশ বাতিলের দাবিতে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে স্মারকলিপি দিয়েছে লাকসামের নাগরিক সমাজ।
এছাড়াও বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে হাউজিং মসজিদের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলগুলো লাকসাম বাইপাস হয়ে লাকসাম বাজার প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্রনেতা রশীদ আহমাদ রায়হান এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন- লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, সাবেক সভাপতি আবদুল কুদ্দুস, লাকসাম সাংস্কৃতিক জোটের আহবায়ক জি.এম.এস রুবেল, খুন্তা ফাউন্ডেশনের প্রতিনিধি মোহাম্মদ শাহ্ নূর রনি, উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব আল আমিন, স্টুডেন্ট প্রতিনিধি সাইফ উদ্দীন মজুমদার, নারী উদ্যোক্তা প্রতিনিধি হাজেরা কুদ্দুস রূপা, সিতোরিয়ো কারাতে প্রশিক্ষক হারুন অর রশিদ সুমন, স্টুডেন্ট কমিউনিটি সদস্য আয়না মতি মুক্তা, স্বপ্নচূড়া ফাউন্ডেশনের সদস্য মিস সাথী, মানবতার তরে মানবপ্রেমী সংগঠনের দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদাউস স্মৃতি প্রমুখ।
এছাড়াও সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরা, মানবতার তরে মানবপ্রেমী সংগঠনের সাধারণ সম্পাদক সালাউদ্দীন সিহাব, ছাত্র প্রতিনিধি জাহিদ আনোয়ার শান্ত, মো. নাজমুল ইসলাম, স্মাইল ফাউন্ডেশনের প্রতিনিধি সোলাইমান আশিক, রাসেল, স্টুডেন্ট কমিউনিটির সদস্য মিনহাজ, রাফি, সাইমুন, আলতাফিয়া ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা জাকির হোসাইন, লাকসাম সিটি রানার গ্রুপের সমাজ কল্যাণ সম্পাদক মো. আমজাদ হোসেন, বিডি ক্লিন লাকসাম টিমের প্রতিনিধি রাকিবুল ইসলাম রিফাত, রাকিবুল হাসানসহ শিক্ষক প্রতিনিধি, কন্টেন্ট ক্রিয়েটর প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি, লাকসাম কারাতে একাডেমি প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সমাবেশে লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক মো. আবদুল কুদ্দুস বলেন, জনগণের পক্ষে কাজ করায় একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে ইউএনও কাউছার হামিদকে লাকসাম থেকে অন্যত্রে বদলি করিয়েছেন। ইউএনও কাউছার হামিদ লাকসামে যোগদানের পর পুকুর ও জলাশয় ভরাট বন্ধ করেছেন, নদী খাল দখল মুক্ত করেছেন, সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন, নওয়াব ফয়জুন্নছা চৌধুরীরানী জাদুঘরের গেইট দখলের বিরুদ্ধে কাজ করেছেন। যতগুলো ভালো কাজ তিনি করেছেন, তাতেই একশ্রেণির কুচক্রী মহল সুবিধা নিতে না পেরে ইউএনও কাউছার হামিদকে অন্যত্রে বদলি করিয়েছেন। আমরা এই বদলির আদেশ মেনে নেবো না। অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক বদলির আদেশ বাতিল করতে হবে।” অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণ করতে আমরা বাধ্য হবো।