
রাশিয়ার কাছ থেকে পাওয়া জাপানের ইউনিট ৭৩১-এর সোভিয়েত জিজ্ঞাসাবাদের গোপন নথি, চীনের কেন্দ্রীয় আর্কাইভ ১৩ই ডিসেম্বর (শনিবার) প্রকাশ করেছে। এসব নথিতে অন্তর্ভুক্ত হয়েছে ১৯৩৯ সালের ১১ মে থেকে ১৯৫০ সালের ২৫ ডিসেম্বর পর্যন্ত ইউনিট-৭৩১ সদস্যদের জিজ্ঞাসাবাদের রেকর্ড, ইউনিট ৭৩১-এর অপরাধের তদন্ত প্রতিবেদন এবং সোভিয়েত সরকারি চিঠিপত্র।
এ সব আর্কাইভ প্রথমবারের মতো খবরোভস্ক যুদ্ধাপরাধ বিচারের আগে সোভিয়েত জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া প্রকাশ করা হয়, এতে উন্মোচিত হয়েছে যে ইউনিট ৭৩১-এর অপরাধের সাথে যুক্ত ব্যক্তির সংখ্যা ২০০ জনেরও বেশি। মূল যুদ্ধাপরাধী ও সাক্ষীদের চিহ্নিত করার পর অবশেষে ১২ জন যুদ্ধাপরাধীর প্রকাশ্যে বিচার করা হয়েছে। কিছু জিজ্ঞাসাবাদের রেকর্ড প্রথমবারের মতো জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। এ সব যুদ্ধাপরাধীরা আন্তর্জাতিক কনভেনশন লঙ্ঘন, জীবানু-যুদ্ধের প্রস্তুতি ও পরিচালনার অপরাধ স্বীকার করেছে।
রাশিয়ার হস্তান্তর করা এসব আর্কাইভ চীনে সংরক্ষিত ইউনিট-৭৩১ সাইট, ইউনিট-৭৩১ অপরাধ আর্কাইভের সাথে একে অপরের জন্য পরিপূরক বলেও প্রমাণিত হয়েছে। এসব ঐতিহাসিক প্রমাণ আবারও নিশ্চিত করে যে, জাপানের জীবানু-যুদ্ধ ছিল একটি সংগঠিত, পূর্বপরিকল্পিত এবং নিয়মতান্ত্রিক রাষ্ট্রীয় অপরাধ।
চলতি বছর হল চীনা জনগণের জাপান-বিরোধী প্রতিরোধ যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী। জাপানি সামরিকবাদের পুনরুত্থান রোধ করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ ইচ্ছা। এসব আর্কাইভের আবিষ্কার ও প্রকাশ আবার ইতিহাসের সত্য পুনরুদ্ধারের জন্য অকাট্য প্রমাণ প্রদান করেছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের সঠিক দৃষ্টিভঙ্গি প্রচার ও দেশপ্রেম কেন্দ্রিক জাতীয় চেতনা দৃঢ় করার জন্য অত্যন্ত মূল্যবান।
সূত্র:তুহিনা-হাশিম-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।
আন্তর্জাতিক: 























