
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণের উদ্যোগে বুধবার (১৯ মার্চ) সোহাগ কমিউনিটি সেন্টারে আয়োজিত পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ বলেছেন, কুরআন নাযিলের মাসে ইসলাম দেশ ও মানবতার মুক্তির শপথ করতে হবে। রমজান মাস হচ্ছে পবিত্র কুরআন নাযিলের মাস।
এই মাসে মহান আল্লাহ পাক মানব জাতির কাছে কুরআন নাযিল করে মানব জাতিকে ধন্য করেছেন। কুরআন হলো মানব জাতির সংবিধান। কুরআন মানব জাতিকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছে। আমরা পবিত্র কুরআন অনুসরণ করার কারণে যেমন শ্রেষ্ঠ তেমনি পবিত্র কুরআনকে দেশ পরিচালনায় নিয়ে গেলে দেশ হবে শ্রেষ্ঠ। পবিত্র কুরআন নাযিলের মাসে কুরআনকে দেশ পরিচালনায় নিয়ে যাওয়ার শপথ করতে হবে। আরো বলেন, দিনে দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ,স্বদেশের রাজনীতিতে ডায়নামিক হয়ে উঠছে।
ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাবে ইসলাম।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণের সভাপতি মুফতী সামছুদ্দোহা আশরাফীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাহমুদুর রহমান হাসিবের পরিচালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।