
মোঃ শাকিব রানা, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চোরের ছুরিকাঘাতে তিনজন গুরুতর আহত হয়েছে।
উপজেলার দড়ি পাঁচাশী রেললাইন সংলগ্ন এলাকার মোঃ আব্দুস সালাম খানঁ সাহেব এর বাড়িতে এ ঘটনা ঘটে।
শনিবার দিবাগত রাত ৩-৩০মিনিটের দিকে ওই বাড়ির গোয়াল ঘরে চোর ঢুকার চেষ্টা করলে আব্দুস সালা টের পেয়ে লোকজন নিয়ে ঘর থেকে বের হলে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
চোরের দেশীয় অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে তিনজন গুরুতর আহত হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে।
আহতরা বর্তমানে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
পরে লোকজনের আগমনে চোরেরা দেশীয় অস্ত্রগুলো রেখে পালিয়ে যায়।