ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

উঁচু পথ পাড়ি

উঁচু পথ পাড়ি
আব্দুস সাত্তার সুমন

বাড়ির সামনেতে উচ্চ পথ
দুই পাশে তে ঢালু,
উঁচু পথে উঠলে তাদের
শরীর কাপে তালু।

সুবহামণি সাঈদ যাবে
অন্তরের পাঠশালায়,
কেমনে তারা পাড়ি হবে
দ্রুত সময় পালায়।

মেয়ে অতি সাহস ভরা
ছেলে একটু ভীতু,
গিন্নি চলে প্রাণবন্তর
হয় না কেন সেতু।

পার হবে তারা হাত ধরে
খুকু বাবার কোলে,
ছেড়ো না তুমি খোকার হাত
আশ্বাস পাই বলে।

উঁচু পথ নিচুতে এখন
পারাপারে সহজ,
আগের মতন চলাচল হোক
আনন্দময় আমেজ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উঁচু পথ পাড়ি

আপডেট সময় ০৬:৪৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪

উঁচু পথ পাড়ি
আব্দুস সাত্তার সুমন

বাড়ির সামনেতে উচ্চ পথ
দুই পাশে তে ঢালু,
উঁচু পথে উঠলে তাদের
শরীর কাপে তালু।

সুবহামণি সাঈদ যাবে
অন্তরের পাঠশালায়,
কেমনে তারা পাড়ি হবে
দ্রুত সময় পালায়।

মেয়ে অতি সাহস ভরা
ছেলে একটু ভীতু,
গিন্নি চলে প্রাণবন্তর
হয় না কেন সেতু।

পার হবে তারা হাত ধরে
খুকু বাবার কোলে,
ছেড়ো না তুমি খোকার হাত
আশ্বাস পাই বলে।

উঁচু পথ নিচুতে এখন
পারাপারে সহজ,
আগের মতন চলাচল হোক
আনন্দময় আমেজ।