
সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে, ‘উদ্ভাবন, উন্মুক্ততা ও ভাগ করে নেওয়া উন্নয়ন’ শীর্ষক বিশ্ব সংলাপ, ওয়াশিংটন ডিসিতে আয়োজিত হয়।
চীনা কমিউনিস্ট পার্টির প্রচার বিভাগের উপমন্ত্রী ও সিএমজি’র পরিচালক শেন হাইসিয়ং সংলাপে একটি ভিডিও-ভাষণ দেন এবং চীনা রাষ্ট্রদূত সিয়ে ফেং সংলাপে মূল বক্তব্য উপস্থাপন করেন।
চীন ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও পণ্ডিত এবং শিক্ষার্থী প্রতিনিধিসহ প্রায় ১০০ জন অতিথি চীনের বিশ্বব্যাপী উদ্ভাবনের ক্ষমতায়ন, উচ্চ-স্তরের উন্মুক্তকরণ সম্প্রসারণ, সুযোগ ভাগাভাগি এবং বিশ্বের সাথে পারস্পরিক সুবিধা অর্জনসহ বিভিন্ন বিষয় নিয়ে সংলাপে গভীরভাবে আলোচনা করেন।
শেন হাই সিয় তার ভিডিও-ভাষণে বলেন, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশন সম্প্রতি বেইজিংয়ে শেষ হয়েছে, যা নতুন যুগে চীনের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। পূর্ণাঙ্গ অধিবেশন আবারও বিশ্ববাসীর কাছে ঘোষণা করেছে যে: চীন উচ্চ-স্তরের উন্মুক্তকরণ উন্নত করবে এবং জয়-জয় সহযোগিতার একটি নতুন যুগ তৈরি করবে। আন্তর্জাতিক দৃশ্যপট যেভাবেই পরিবর্তিত হোক না কেন, নতুন যুগে উন্মুক্ততা, ভাগাভাগি ও উদ্ভাবনকে সমর্থন করে এমন একটি চীন অবশ্যই নীতিগত ধারাবাহিকতা ও স্থিতিশীল উন্নয়নের সাথে এ অনিশ্চিত বিশ্বে আরও আত্মবিশ্বাস ও শক্তি সঞ্চার করবে।
সিয়ে ফেং তার ভাষণে বলেন, সিপিসি-র ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশন সফলভাবে শেষ হয়েছে। এই অধিবেশনে ‘জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের বিষয়ে সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রস্তাব’ যাচাই ও গৃহীত হয়। পাঁচসালা পরিকল্পনার বৈজ্ঞানিক প্রণয়ন ও ধারাবাহিক বাস্তবায়ন দেশ পরিচালনায় সিপিসি’র একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ও চীনা বৈশিষ্ট্যযুক্ত সমাজতন্ত্রের একটি প্রধান রাজনৈতিক সুবিধা।
মার্কিন কুহন তহবিলের চেয়ারম্যান রবার্ট কুহন সংলাপে বলেন, সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশন সফলভাবে শেষ হয়েছে এবং পূর্ণাঙ্গ অধিবেশনে গৃহীত ঘোষণাপত্রে আগামী পাঁচ বছরে চীনের উন্নয়নের জন্য একটি বিশাল নীলনকশা গ্রহণ করা হয়। তিনি আশা করেন, আগামী পাঁচ বছরে চীন অব্যাহতভাবে নতুন ঐতিহাসিক সাফল্য অর্জন করবে এবং বাস্তববাদী ও উন্মুক্ত মনোভাবের সাথে বিশ্বের সাথে সহযোগিতা আরও গভীর করবে, যাতে উন্নয়নের ফল সমগ্র মানবজাতির উপকারে আসে।
যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, জাপান, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভারত এবং সিঙ্গাপুরসহ ৬৬টি দেশ ও অঞ্চলের ১৩৭৫টি প্রধান গণমাধ্যম এই অনুষ্ঠানটি সম্প্রচার করে। এর মধ্যে রয়েছে ইয়াহু ফাইন্যান্স, অ্যাসোসিয়েটেড প্রেস, এনবিসি, ফক্স নিউজ, মার্কেট ওয়াচ, ব্রিটিশ ইউরোপীয় বিজনেস জার্নাল, ইতালির এএনডি ক্রোনোস, কোরিয়া ইকোনমিক ডেইলি এবং সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমস।
জানা গেছে, সিএমজি’র ‘উদ্ভাবন, উন্মুক্ততা এবং ভাগ করে নেওয়া উন্নয়ন’ শীর্ষক বিশ্বব্যাপী সংলাপ ভবিষ্যতে হাঙ্গেরি, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, বাহরাইন, চিলি, শ্রীলঙ্কা, ডেনমার্ক, উরুগুয়ে, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশেও আয়োজিত হবে।
তথ্য -সূত্র:ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।
আন্তর্জাতিক: 























