ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সরাইলে বিএনপির দুই গ্রুপের সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ৩০ Logo শাহরাস্তিতে ওলামালীগ নেতা মাদরাসা কমিটির সভাপতি, ৩ সদস্যের পদত্যাগ Logo ব্যালট পেপার ছাপানো’র ঘোষণা দেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার Logo কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা Logo খুলনা চাঞ্চল্যকর টগর হত্যার প্রধান আসামী গ্রেফতার Logo ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে আর কোনো বাধা মেই Logo ঝিনাইগাতীতে দিঘীরপাড় ফাযিল মাদরাসায় সরকারি বই বিক্রির অভিযোগে শিক্ষার্থীদের ক্ষোভ Logo সি-পুতিন নেতৃত্বে রাশিয়া-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে Logo থিয়েনচিন সম্মেলন গ্লোবাল সাউথকে সুসংহত করেছে:কিউবা Logo থিয়েনচিনে উদ্বোধন চীন-এসসিও সবুজ শিল্প প্ল্যাটফর্ম

উন্নয়ন ও নিরাপত্তাকে সুষ্ঠুভাবে সমন্বয় করতে হবে : শানসি প্রদেশ পরিদর্শন সি

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ১০:৪৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং সম্প্রতি শানসি প্রদেশ পরিদর্শনকালে জোর দিয়ে বলেন, শানসি প্রদেশের উচিত মধ্য অঞ্চলের উন্নয়নকে আরও ত্বরান্বিত করা, হোয়াংহো অববাহিকায় পরিবেশগত সুরক্ষা ও উচ্চ গুণগত মানের উন্নয়নসহ সিপিসি কেন্দ্রীয় কমিটির সংশ্লিষ্ট কৌশলগত দিকনির্দেশনা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা। তিনি ‘স্থিতিশীল অগ্রগতি’র মূল নীতিতে অবিচল থাকা, সার্বিক ও সঠিকভাবে নতুন উন্নয়নের ধারণা অনুসরণ করা, উন্নয়ন ও নিরাপত্তাকে সুষ্ঠুভাবে সমন্বয় করা, সম্পদ-নির্ভর অর্থনীতির রূপান্তর ও উন্নয়নে নতুন পদক্ষেপ নেওয়া এবং শানসি প্রদেশে চীনা বৈশিষ্ট্যপূর্ণ আধুনিকায়নের নতুন অধ্যায় রচনা করার ওপর গুরুত্বারোপ করেন।

৭ ও ৮ জুলাই সি চিন পিং শানসি প্রদেশের ইয়ান ছুয়ান এবং রাজধানী থাইয়ুয়ান পরিদর্শন করেন।

৭ জুলাই বিকেলে, সি চিন পিং শানসি প্রদেশের ইয়ান ছুয়ান শহর পরিদর্শন করেন। তিনি হান্ড্রেড রেজিমেন্টস ক্যাম্পেইনের স্মৃতি-চত্বরে যান এবং সেখানে জাপান বিরোধী প্রতিরোধ যুদ্ধের শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর তিনি ‘হান্ড্রেড রেজিমেন্টস ক্যাম্পেইন মেমোরিয়াল হল’ পরিদর্শন করেন এবং বিপ্লবী ইতিহাস শিক্ষা ও জাপান বিরোধী প্রতিরোধ যুদ্ধের মহান চেতনার উত্তরাধিকার ও প্রচার সম্পর্কে খোঁজখবর নেন।

মেমোরিয়াল হলে তিনি তরুণ ছাত্রছাত্রী ও কর্মীদের সাথে কথা বলেন। তিনি সবাইকে বলেন, আজ এখানে আসার একটি বিশেষ তাৎপর্য রয়েছে। ‘৭ই জুলাইয়ের ঘটনা’ (লুকৌ সেতু ঘটনা) ছিল জাপান বিরোধী প্রতিরোধ যুদ্ধের সূচনা এবং সিপিসি ছিল এই প্রতিরোধ যুদ্ধের মূল স্তম্ভ। ‘হান্ড্রেড রেজিমেন্টস ক্যাম্পেইন’-এর মাধ্যমে বিশ্ববাসী জাপানি আগ্রাসন প্রতিরোধে সিপিসি ও চীনা জনগণের সংকল্প ও শক্তি দেখতে পেয়েছে। আমরা জাপানি আগ্রাসন প্রতিরোধ করতে ১৪ বছর যুদ্ধ করেছি এবং এতে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। ইতিহাস কখনই ভুলে যাওয়া উচিত নয়।

তিনি তরুণদের উদ্দেশে বলেন, তরুণদেরই জাতির মেরুদণ্ড হতে হবে। আপনাদের দেশকে সুষ্ঠুভাবে নির্মাণ করতে হবে এবং বিশ্ব শান্তির জন্য অবদান রাখতে হবে। সব আশা আপনাদের ওপর, ভবিষ্যৎ আপনাদেরই। আশা করি আপনারা ভালোভাবে প্রচেষ্টা চালাবেন, একজন মর্যাদাবান ও গর্বিত চীনা নাগরিক হবেন।

এদিন বিকেলে সি চিন পিং ইয়ান ছুয়ান ভালভ কোম্পানি পরিদর্শন করেন। সেখানে তিনি প্রতিষ্ঠানটির উৎপাদন ওয়ার্কশপ ও পণ্য প্রদর্শনী ঘুরে দেখেন, শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং শানসি প্রদেশের শিল্প রূপান্তর ও উচ্চ গুণগত মানের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

৮ জুলাই সকালে, সি চিন পিং সিপিসি শানসি প্রদেশ কমিটি ও শানসি প্রদেশ সরকারের কর্ম-প্রতিবেদন শোনেন। তিনি শানসি প্রদেশের বিভিন্ন খাতের অগ্রগতির ইতিবাচক মূল্যায়ন করেন এবং ভবিষ্যতের কার্যক্রমের জন্য দিকনির্দেশনা দেন।

সূত্র: আকাশ- তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সরাইলে বিএনপির দুই গ্রুপের সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ৩০

SBN

SBN

উন্নয়ন ও নিরাপত্তাকে সুষ্ঠুভাবে সমন্বয় করতে হবে : শানসি প্রদেশ পরিদর্শন সি

আপডেট সময় ১০:৪৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং সম্প্রতি শানসি প্রদেশ পরিদর্শনকালে জোর দিয়ে বলেন, শানসি প্রদেশের উচিত মধ্য অঞ্চলের উন্নয়নকে আরও ত্বরান্বিত করা, হোয়াংহো অববাহিকায় পরিবেশগত সুরক্ষা ও উচ্চ গুণগত মানের উন্নয়নসহ সিপিসি কেন্দ্রীয় কমিটির সংশ্লিষ্ট কৌশলগত দিকনির্দেশনা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা। তিনি ‘স্থিতিশীল অগ্রগতি’র মূল নীতিতে অবিচল থাকা, সার্বিক ও সঠিকভাবে নতুন উন্নয়নের ধারণা অনুসরণ করা, উন্নয়ন ও নিরাপত্তাকে সুষ্ঠুভাবে সমন্বয় করা, সম্পদ-নির্ভর অর্থনীতির রূপান্তর ও উন্নয়নে নতুন পদক্ষেপ নেওয়া এবং শানসি প্রদেশে চীনা বৈশিষ্ট্যপূর্ণ আধুনিকায়নের নতুন অধ্যায় রচনা করার ওপর গুরুত্বারোপ করেন।

৭ ও ৮ জুলাই সি চিন পিং শানসি প্রদেশের ইয়ান ছুয়ান এবং রাজধানী থাইয়ুয়ান পরিদর্শন করেন।

৭ জুলাই বিকেলে, সি চিন পিং শানসি প্রদেশের ইয়ান ছুয়ান শহর পরিদর্শন করেন। তিনি হান্ড্রেড রেজিমেন্টস ক্যাম্পেইনের স্মৃতি-চত্বরে যান এবং সেখানে জাপান বিরোধী প্রতিরোধ যুদ্ধের শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর তিনি ‘হান্ড্রেড রেজিমেন্টস ক্যাম্পেইন মেমোরিয়াল হল’ পরিদর্শন করেন এবং বিপ্লবী ইতিহাস শিক্ষা ও জাপান বিরোধী প্রতিরোধ যুদ্ধের মহান চেতনার উত্তরাধিকার ও প্রচার সম্পর্কে খোঁজখবর নেন।

মেমোরিয়াল হলে তিনি তরুণ ছাত্রছাত্রী ও কর্মীদের সাথে কথা বলেন। তিনি সবাইকে বলেন, আজ এখানে আসার একটি বিশেষ তাৎপর্য রয়েছে। ‘৭ই জুলাইয়ের ঘটনা’ (লুকৌ সেতু ঘটনা) ছিল জাপান বিরোধী প্রতিরোধ যুদ্ধের সূচনা এবং সিপিসি ছিল এই প্রতিরোধ যুদ্ধের মূল স্তম্ভ। ‘হান্ড্রেড রেজিমেন্টস ক্যাম্পেইন’-এর মাধ্যমে বিশ্ববাসী জাপানি আগ্রাসন প্রতিরোধে সিপিসি ও চীনা জনগণের সংকল্প ও শক্তি দেখতে পেয়েছে। আমরা জাপানি আগ্রাসন প্রতিরোধ করতে ১৪ বছর যুদ্ধ করেছি এবং এতে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। ইতিহাস কখনই ভুলে যাওয়া উচিত নয়।

তিনি তরুণদের উদ্দেশে বলেন, তরুণদেরই জাতির মেরুদণ্ড হতে হবে। আপনাদের দেশকে সুষ্ঠুভাবে নির্মাণ করতে হবে এবং বিশ্ব শান্তির জন্য অবদান রাখতে হবে। সব আশা আপনাদের ওপর, ভবিষ্যৎ আপনাদেরই। আশা করি আপনারা ভালোভাবে প্রচেষ্টা চালাবেন, একজন মর্যাদাবান ও গর্বিত চীনা নাগরিক হবেন।

এদিন বিকেলে সি চিন পিং ইয়ান ছুয়ান ভালভ কোম্পানি পরিদর্শন করেন। সেখানে তিনি প্রতিষ্ঠানটির উৎপাদন ওয়ার্কশপ ও পণ্য প্রদর্শনী ঘুরে দেখেন, শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং শানসি প্রদেশের শিল্প রূপান্তর ও উচ্চ গুণগত মানের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

৮ জুলাই সকালে, সি চিন পিং সিপিসি শানসি প্রদেশ কমিটি ও শানসি প্রদেশ সরকারের কর্ম-প্রতিবেদন শোনেন। তিনি শানসি প্রদেশের বিভিন্ন খাতের অগ্রগতির ইতিবাচক মূল্যায়ন করেন এবং ভবিষ্যতের কার্যক্রমের জন্য দিকনির্দেশনা দেন।

সূত্র: আকাশ- তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।