
দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী নাননিংয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ২০২৫ আসিয়ান মিডিয়া পার্টনার্স সহযোগিতা সপ্তাহ। সোমবার আয়োজিত অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রশাসন।
অনুষ্ঠানে চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর দুই শতাধিক সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, বিশেষজ্ঞ ও গবেষক অংশ নেন। তারা ‘উন্মুক্ততা, সংস্কৃতি, অভিন্ন শিকড়’ প্রতিপাদ্যে চীন–আসিয়ান যৌথ ভবিষ্যৎ সম্প্রদায় গঠনে গণমাধ্যম- সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘চায়না আপ ক্লোজ: কুয়াংসি ট্যুর’ নামে একটি বিশেষ প্রতিবেদন কার্যক্রমের সূচনা। এ উদ্যোগে আসিয়ান দেশগুলোর সাংবাদিকরা সিএমজি ও স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে যৌথভাবে মাঠপর্যায়ে কাজ করবেন। এ উপলক্ষে সিএমজি ও কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্যে একাধিক নতুন সহযোগিতা প্রকল্প-চুক্তির ঘোষণা দেওয়া হয়।
তথ্য ও ছবি: সিনহুয়া।
আন্তর্জাতিক: 






















