মোঃ রায়হান, নওগাঁ
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে নওগাঁর রাণীনগর উপজেলায় তিনটি পদে মোট ২১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সভাকক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাণীনগর উপজেলা রিটানিং কর্মকর্তা এএইচ ইরফান উদ্দিন আহমেদ।
জানা গেছে, চেয়ারম্যান পদে গোলাম রাব্বানী পেয়েছেন মোটরসাইকেল প্রতীক, মো. আনোয়ার হোসেন বিএ পেয়েছেন আনারস প্রতীক, মো. আসাদুজ্জামান আসাদ পেয়েছেন কৈ মাছ প্রতীক, মো. আসাদুজ্জামান পলাশ পেয়েছেন টেলিফোন প্রতীক, মো. ইয়াকুব আলী প্রামানিক পেয়েছেন হেলিকপ্টার প্রতীক, মীর মোয়াজ্জেম হোসেন পেয়েছেন শালিক প্রতীক, মো. রাহিদ সরদার পেয়েছেন কাপ-পিরিজ প্রতীক, সরদার মো. আব্দুল মালেক পেয়েছেন দোয়াত কলম প্রতীক ও সুজিত চন্দ্র সাহা পেয়েছেন ঘোড়া প্রতীক।
ভাইস চেয়ারম্যান পদে জাহাঙ্গীর আলম পেয়েছেন তালা প্রতীক, প্রদ্যুত কুমার প্রামানিক পেয়েছেন চশমা প্রতীক, জারজিস হাসান মিঠু পেয়েছেন টিউবওয়েল প্রতীক, তুষার বুলবুল পেয়েছেন টিয়া পাখি প্রতীক, মামুন হোসেন মামুন পেয়েছেন বই প্রতীক, মো. সাদেকুল ইসলাম পেয়েছেন উড়োজাহাজ প্রতীক ও মো. মামুন হোসেন পেয়েছেন মাইক প্রতীক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে- ফরিদা বেগম পেয়েছেন হাঁস প্রতীক, মোছা. বেদেনা বেগম পেয়েছেন কলস প্রতীক, মমতাজ বেগম (সাথী) পেয়েছেন ফুটবল প্রতীক, মোছা. মর্জিনা পেয়েছেন প্রজাপতি প্রতীক ও মোছা. রুমা বেগম পেয়েছেন পদ্মফুল প্রতীক।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী। রাণীনগর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৫ জন। আগামী ২৯ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।