সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ মে) সকালে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলসড়কে উপজেলার বজরাপুর মণ্ডলজানি এলাকায় ৩২ নম্বর রেলসেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোলায়মান হোসেন বলেন, সকালে রাজশাহী থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনে (লোকাল) কাটা পড়ে ওই ব্যক্ত ঘটনাস্থলেই মারা গেছেন। তার পরিচয় পাওয়া যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গামাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
নিহতের পরিচয় সনাক্তের জন্য সিআইডি সদস্যরা এসে তার আঙুলের ছাপ নিয়ে গেছেন।
এ ঘটনায় ইউডি মামলার প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।