
(ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের একটি ঘটনা নিয়ে কবিতাটি লেখা হয়েছে)
একটি নিষ্পাপের আত্মকথা
মাহিন মুর্তাজা
ভুল কি ছিল পাষাণ মা গো,ফেললি নর্দমায়
কুকুর এসে কামড়ে দিয়ে লোকালয়ে দৌড়ায়।
বলি কেন করলি মা গো? ছিল কি মোর দোষ
অবশেষে করলি মা গো নরপশুর ভোজ।
কিসের মোহে জন্ম দিলি? আনলি পৃথিবীতে
পাপের ভাগীদার আমায় করলি, কোন সুখেতে?
এতিমখানার বৃহৎ জায়গায় ঠাই হতো না মোর?
কুকুরের কাছে কেন সঁপে দিলি, আমার সুখের ভোর?
ফেলে আসার সময় মাগো, ঝরে নি চোখের জল?
আমার অপরাধ কি ছিল মা গো? আমায় একটু বল।
কুকুরের মুখে আমায় দেখে মা গো, কেঁদেছিল পুরো ধরা
মনুষ্যত্ব আজও বেঁচে আছে, শুধুমাত্র মা তোর ছাড়া!