
মো. কাওসার, রাঙ্গামাটি
অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন একটি ফুল দিয়ে বাগান হয় না, একবার ফুল ফুটলে বসন্ত আসে না, তদ্রূপ বিভিন্ন জাতি এবং সম্প্রদায় ছাড়া রাষ্ট্র হয় না। আজ (১১ অক্টোবর) দুপুর ১২ রাঙ্গামাটির জেলা শিল্প কলা একাডেমিতে আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
তিনি আরোও বলেন, আমাদের দেশ একটি বৈচিত্রপূর্ণ দেশ, এখানে বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন বর্ণের মানুষ বসবাস করে। একে অপরের হাসি কান্না সুখ দুঃখে আমরা একে অন্যের সাথে সম্পৃক্ত, আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। আমরা প্রত্যেক ধর্মের প্রত্যেক সম্প্রদায়ের মানুষ মিলে মিশে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলবো।
পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ রাঙ্গামাটি জেলার আয়োজনে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহ মারুফ,পুলিশ সুপার ডক্টর এস এম ফরহাদ হোসেন। সভাপতিত্ব করেন মাওলানা হাজী শরীয়তুল্লাহ, সভাপতি পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ কেন্দ্রীয় কমিটি।
এর আগে একদিনের সফরে ধর্ম উপদেষ্টা সকাল ১১ টায় রাঙ্গামাটি এসে পৌঁছান। এরপর আজ বিকেল ৪ টায় শহরের রাঙ্গাপানির মোনঘরে বৌদ্ধদের কঠিন চীবর দানানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করার কথা রয়েছে।