
একত্রে সওয়াব বেশি
আব্দুস সাত্তার সুমন
সুস্থ যদি থাকো মমিন
নামাজ পড়তে যাই,
কষ্ট করে মসজিদ মুখি
সওয়াব অনেক পাই।
পুরুষ যাবে দূরের পথে
নামাজ কায়েম হবে,
ঘরের ভিতর পুণ্য নারী
ইবাদাতে রবে।
কাতার বদ্ধ নামাজ পড়ি
সাতাশ গুণে বেশি,
সওয়াব হবে ধীরে ধীরে
নামাজ ভালোবাসি।
একা একা নামাজ পড়ি
পূর্ণ হবে কমই,
সময় একটু নজর করে
মসজিদ মুখে আমি।
কদম কদম চলার পথে
অন্তর ঘরে পুসি,
নিয়ত করি এখন থেকে
প্রভু আমার খুশি।