
আর ঘণ্টা, দিন কিংবা মাসের হিসেব নয়, একবারের ইন্টারনেট প্যাকেজেই কাটিয়ে দিতে পারবেন ১০ থেকে ৩০ বছর। দেশের চারটি মোবাইল অপারেটর নতুন এই প্যাকেজ নিয়ে আসছে। আর প্যাকেজগুলো তিন দিন, সাত দিন, ৩০ দিনের তুলনায় হাতের নাগালেই থাকছে।টেলিযোগাযোগমন্ত্রীর পোস্টে আপলোড করা ছবি অনুযায়ী, বাংলা লিঙ্ক ৫৪৭ টাকায় ১৫ জিবি ও এক হাজার ১৯৯ টাকায় ৪০ জিবি ১০ বছরের জন্য, টেলিটক ১২৭ টাকায় ছয় জিবি ও ৩০৯ টাকায় ২০৩৬ সাল পর্যন্ত, গ্রামীন ফোন ৫৪৯ টাকায় ১৫ জিবি ও এক হাজার ১৯৯ টাকায় ২০৩৩ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এবং রবি ৪৪৪ টাকায় ১০ জিবি, ৭৭৭ টাকায় ২০ জিবি, এক হাজার ৪৪৪ টাকায় ৫০ জিবি ৩০ বছরের জন্য প্যাকেজ নিয়ে আসছে।গত মঙ্গলবার (২৫ এপ্রিল) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি প্যাকেজগুলোর ছবি আপলোড করে লেখেছেন, ‘সকল অপারেটরের বিদ্যমান ডাটা প্যাক : সুদীর্ঘ সময়ের জন্য—আমরা এটাকে সীমাহীন বলি।’