ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পারস্পরিক সম্মান ও আস্থার ভিত্তিতে চীন-স্লোভেনিয়া সম্পর্ক স্থিতিশীল Logo ডিজিটাল অর্থনীতি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় যৌথ উদ্যোগের পরিকল্পনা Logo উন্মুক্ততা, সংস্কৃতি, অভিন্ন শিকড়’ চীন-আসিয়ান নতুন সেতুবন্ধন Logo সংস্কৃতি বর্ষ উদযাপনে চীন–রাশিয়ার নতুন উদ্যোগ Logo সিআইআইই চীনের বিশ্ব সংযোগের সেতু: লি ছিয়াং Logo মুরাদনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ Logo দেবিদ্বারে ফ্রিজে পচা খাবার রাখায় তিন হোটেলকে জরিমানা Logo কুমিল্লা -৯ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আবুল কালাম এর গণসংযোগ Logo কালীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা মাদক সহ আটক ৩ জন Logo শরীয়তপুরে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও অসহায়দের মাঝে ঔষধ বিতরণ

‘একসঙ্গে শান্তি প্রতিষ্ঠা ও অভিন্ন ভবিষ্যৎ’:সিয়াংশান ফোরাম

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ০৭:০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

лªÉçÕÕÆ¬£¬±±¾©£¬2024Äê9ÔÂ13ÈÕ 9ÔÂ13ÈÕ£¬µÚʮһ½ì±±¾©ÏãɽÂÛ̳ÔÚ±±¾©¹ú¼Ê»áÒéÖÐÐÄ¿ªÄ»¡£ £¨Åä±¾ÉçͬÌâÎÄ×ָ壩 лªÉç·¢£¨º«ÆôÑï É㣩

১১তম বেইজিং সিয়াংশান ফোরাম ১৩ সেপ্টেম্বর বেইজিং আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে উদ্বোধন হয়েছে। জাতীয় প্রতিরক্ষামন্ত্রী তোং চুন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অভিনন্দন বার্তা পাঠ করেন এবং বক্তৃতা দেন।

বক্তৃতায় তিনি বলেন, এক শতাব্দীর পরিবর্তনের মধ্যে, আমাদের একে অপরকে সম্মান করা, একে অপরের সাথে আন্তরিকতা নিয়ে আচরণ করা, মতবিরোধ পাশে রেখে মতৈক্য অন্বেষণ করা, উন্মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক হওয়া, জয়-জয় ফলাফলের জন্য সহযোগিতা করা, পারস্পরিক সাফল্য অর্জন করা এবং সম্প্রীতময় সহাবস্থানের একটি দীর্ঘমেয়াদী উপায় সন্ধান করা উচিত।

 

একটি অবিভাজ্য নিরাপত্তা সম্প্রদায়ে আমাদের অবশ্যই দায়িত্ব ভাগ করে নেওয়া, সাধারণ উন্নয়ন এবং সংহতি ও পারস্পরিক সহায়তার মাধ্যমে নিরাপত্তার প্রচার করতে হবে এবং ক্ষুদ্র গোষ্ঠীর স্বার্থের পরিবর্তে সর্বশ্রেষ্ঠ সাধারণ গোষ্ঠীর জন্য একটি নতুন নিরাপত্তা পথ অন্বেষণ করতে হবে। অশান্তি এবং বিরোধের মুখে, রাজনৈতিক মীমাংসার প্রতি আমাদের আস্থা জোরদার করা, বস্তুনিষ্ঠ ও ন্যায্য অবস্থান বজায় রাখা, শান্তি উন্নীত করা এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য ইতিবাচক শক্তি সংগ্রহ করা এবং সমতা ও সুশৃঙ্খলার ভিত্তিতে বিশ্বের বহুমেরুকরণের পক্ষে থাকা উচিৎ

তোং চুন আরো বলেন, চীনা সামরিক বাহিনী বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগকে দৃঢ়ভাবে অনুশীলন করে এবং নতুন নিরাপত্তা অংশীদারিত্ব গড়ে তুলতে, বাস্তববাদী ও উন্মুক্ত সামরিক সহযোগিতার প্রচার করতে, উদীয়মান ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থাপনার স্তর উন্নত করতে অন্যান্য দেশের সেনাবাহিনীর সঙ্গে হাতে হাত রেখে কাজ করতে ইচ্ছুক। যৌথভাবে উচ্চমানের উন্নয়নের জন্য নিশ্চয়তা প্রদান এবং মানবজাতির অভিন্ন কল্যাণের নির্মাণে ও বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষায় আরো বেশি অবদান রাখবে চীন।

উল্লেখ্য, এবারের ফোরামের থিম হল ‘একসঙ্গে শান্তি প্রতিষ্ঠা ও অভিন্ন ভবিষ্যৎ’ । ১০০টিরও বেশি দেশ এবং আন্তর্জাতিক সংস্থার সরকারী প্রতিনিধি, বিশেষজ্ঞ, পণ্ডিত এবং পর্যবেক্ষকসহ ১৮০০ জনেরও বেশি অতিথি ফোরামে অংশ নিচ্ছেন।
সূত্র:লিলি-হাশিম-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।

পারস্পরিক সম্মান ও আস্থার ভিত্তিতে চীন-স্লোভেনিয়া সম্পর্ক স্থিতিশীল

SBN

SBN

‘একসঙ্গে শান্তি প্রতিষ্ঠা ও অভিন্ন ভবিষ্যৎ’:সিয়াংশান ফোরাম

আপডেট সময় ০৭:০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

১১তম বেইজিং সিয়াংশান ফোরাম ১৩ সেপ্টেম্বর বেইজিং আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে উদ্বোধন হয়েছে। জাতীয় প্রতিরক্ষামন্ত্রী তোং চুন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অভিনন্দন বার্তা পাঠ করেন এবং বক্তৃতা দেন।

বক্তৃতায় তিনি বলেন, এক শতাব্দীর পরিবর্তনের মধ্যে, আমাদের একে অপরকে সম্মান করা, একে অপরের সাথে আন্তরিকতা নিয়ে আচরণ করা, মতবিরোধ পাশে রেখে মতৈক্য অন্বেষণ করা, উন্মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক হওয়া, জয়-জয় ফলাফলের জন্য সহযোগিতা করা, পারস্পরিক সাফল্য অর্জন করা এবং সম্প্রীতময় সহাবস্থানের একটি দীর্ঘমেয়াদী উপায় সন্ধান করা উচিত।

 

একটি অবিভাজ্য নিরাপত্তা সম্প্রদায়ে আমাদের অবশ্যই দায়িত্ব ভাগ করে নেওয়া, সাধারণ উন্নয়ন এবং সংহতি ও পারস্পরিক সহায়তার মাধ্যমে নিরাপত্তার প্রচার করতে হবে এবং ক্ষুদ্র গোষ্ঠীর স্বার্থের পরিবর্তে সর্বশ্রেষ্ঠ সাধারণ গোষ্ঠীর জন্য একটি নতুন নিরাপত্তা পথ অন্বেষণ করতে হবে। অশান্তি এবং বিরোধের মুখে, রাজনৈতিক মীমাংসার প্রতি আমাদের আস্থা জোরদার করা, বস্তুনিষ্ঠ ও ন্যায্য অবস্থান বজায় রাখা, শান্তি উন্নীত করা এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য ইতিবাচক শক্তি সংগ্রহ করা এবং সমতা ও সুশৃঙ্খলার ভিত্তিতে বিশ্বের বহুমেরুকরণের পক্ষে থাকা উচিৎ

তোং চুন আরো বলেন, চীনা সামরিক বাহিনী বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগকে দৃঢ়ভাবে অনুশীলন করে এবং নতুন নিরাপত্তা অংশীদারিত্ব গড়ে তুলতে, বাস্তববাদী ও উন্মুক্ত সামরিক সহযোগিতার প্রচার করতে, উদীয়মান ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থাপনার স্তর উন্নত করতে অন্যান্য দেশের সেনাবাহিনীর সঙ্গে হাতে হাত রেখে কাজ করতে ইচ্ছুক। যৌথভাবে উচ্চমানের উন্নয়নের জন্য নিশ্চয়তা প্রদান এবং মানবজাতির অভিন্ন কল্যাণের নির্মাণে ও বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষায় আরো বেশি অবদান রাখবে চীন।

উল্লেখ্য, এবারের ফোরামের থিম হল ‘একসঙ্গে শান্তি প্রতিষ্ঠা ও অভিন্ন ভবিষ্যৎ’ । ১০০টিরও বেশি দেশ এবং আন্তর্জাতিক সংস্থার সরকারী প্রতিনিধি, বিশেষজ্ঞ, পণ্ডিত এবং পর্যবেক্ষকসহ ১৮০০ জনেরও বেশি অতিথি ফোরামে অংশ নিচ্ছেন।
সূত্র:লিলি-হাশিম-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।