
একুশে ফেব্রুয়ারি
মোর্শেদা চৌধুরী এ্যানি
একুশ তুমি মায়ের বুকের
জমাট বাঁধানো লাল রক্ত,
একুশ তুমি বোনের চোখের
কান্নায় শুকানো কালো ক্ষত!
একুশ তুমি ভাষা শহীদদের-
সম্মানে শ্রুতি মধুর গান,
একুশ তুমি পিতার বুকের
দুমড়ে মুচড়ে যাওয়া প্রাণ!
একুশ তুমি ‘৫২ ছাত্রজনতার
ভাষার জন্য যুদ্ধে অবস্থান,
একুশ তুমি মাতৃভাষার ন্যায্য
দাবীতে একটি উজ্জ্বল চাঁদ।
একুশ তুমি পলাশ, শিমুল-
কৃষ্ণচূড়া, গোলাপের সুগন্ধি,
একুশ তুমি আম-কাঁঠালের
থোকায় ফোঁটা শত মঞ্জুরি।
একুশ তুমি শহিদ মিনারের
শ্রদ্ধাঞ্জলিতে ফুলের ঢালা,
একুশ তুমি ভাষা শহীদদের
গলায় জড়ানো ফুলের মালা।