
রুবি:
আসন্ন তৃতীয় ‘এক অঞ্চল, এক পথ’ আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষ ফোরাম উপলক্ষ্যে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ‘এক অঞ্চল, এক পথ’ সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর সঙ্গে নতুন দফা সহযোগিতার সূচনা অনুষ্ঠান ৯ অক্টোবর বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে।
চীনের কেন্দ্রীয় প্রচার মন্ত্রনালয়ের উপমন্ত্রী, সিএমজি’র মহাপরিচালক শেন হাইসিয়োং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি কাজাখস্তানের সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের তথ্য কমিটির চেয়ারম্যান ইয়েলদোস নাশরালি, চীনের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক উপমন্ত্রী রাও ছুয়ান, চীনের গণ বৈদেশিক মৈত্রী কমিটির চেয়ারম্যান ইয়াং ওয়ান মিং, সিএমজি’র উপ-মহাপরিচালক সিং বো এবং চীনে বাংলাদেশ, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা এবং কিউবাসহ নানা দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে ‘এক অঞ্চল, এক পথ’ সংশ্লিষ্ট দেশসমুহে সিএমজি’র অনুষ্ঠান প্রচার উদ্বোধন করেন।
ভাষণে শেন হাইসিয়োং বলেন, চলতি বছর চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রস্তাবিত ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ এবং মানব জাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠনের ধারণা প্রস্তাবের দশম বার্ষিকী। উচ্চ মানের ‘এক অঞ্চল, এক পথ’ মানব জাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠনের প্রাণবন্ত অনুশীলন এবং বিশ্বজুড়ে কল্যাণকর গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক প্ল্যাটফর্ম।
চীনের জাতীয় রেডিও ও টেলিভিশন কেন্দ্র হিসেবে সিএমজি তথ্যমাধ্যমের দায়িত্ব পালন করে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের অংশগ্রহণকারীরা। সংস্থাটি ১৫১টি দেশের ৬৮২টি তথ্যমাধ্যমের সঙ্গে সংবাদ পরিসেবা চুক্তি স্বাক্ষর করেছে। বিশ্বের প্রথম ‘সিল্ক রোড’কে যোগসূত্র হিসেবে আন্তর্জাতিক চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার জোট গঠন করেছে সিএমজি। ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের আওতায় গণমাধ্যমের সহযোগিতা অব্যাহতভাবে গভীরতর করতে প্রচেষ্টা চালাচ্ছে সিএমজি।
শেন হাই সিয়োং বলেন, সিএমজি সংশ্লিষ্ট তথ্যমাধ্যমগুলোর সঙ্গে মানব জাতির অভিন্ন মুল্যবোধ সম্প্রসারণ করতে এবং ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের আওতায় অভিন্ন কল্যাণের নতুন অধ্যায় খুলতে ইচ্ছুক।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।
মুক্তির লড়াই ডেস্ক : 



























