সেন্টু রঞ্জন চক্রবর্তী
এখন কবিতা লেখার দিন
এখন রাজপথ কবিতায় মুখরিত করার উত্তম সময়,
কবি-
এবার তোমার অগ্নিগাঁথা কবিতা চাই
মিছিলে তোমার কবিতার শব্দেরা মশালের মতো জ্বলে উঠুক,
অগ্নিস্পুলিঙ্গ থেকে রাজপথ,অলিগলি,গ্রামপাহাড় সবখানে তোমার কবিতার উত্তাপ ছড়িয়ে পড়ুক,
ওহে কবি-
তোমার কবিতা লেখার এখনই উত্তম সময়।
কবি
তোমার কবিতা শুনবে বলে
মানুষেরা ঘর ছেড়ে এসেছে,
তাকিয়ে দেখো
রমনীদের ঘোমটায় এখন ভিন্ন দৃষ্টি
অনেকটাই তীরের মতো তীক্ষ্ণ ও রুক্ষ,
কখন যে ধনুক বাঁকা হয়ে উঠবে
কখন যে তার সরু ফলা অত্যাচারীর বুক বিদীর্ণ করবে
তারই অপেক্ষায় অতন্দ্র প্রহর গুনে চলেছে।
এখন প্রেমহীন সময়
এখন মানুষের পেটে আহার নেই
শিশুর মুখে দুধ দিতে মায়েরা অক্ষম
মানুষেরা এখন স্বপ্নহীন নিরুপায়,
কবি-
তোমার কবিতাই
এ সকল ক্ষুধার্ত মানুষদের দিশা দেখাতে সক্ষম,
কবি
তোমার কাছে আমাদের করুনা নয়
আমরা একটা কবিতাই চাইছি
একটা অগ্নিঝরা মুক্তির কবিতা
যার প্রতিটা লাইন হবে অষ্টপ্রহর জেগে থাকার
এবং আমাদের মুক্তির একমাত্র হাতিয়ার।
আগরতলা ২৫/১১/২৩