
দীপক কুমার দেবনাথ, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
এদেশের মানুষ ভোটের অধিকার চায়, মানুষের ধৈর্য্যের পরীক্ষা নেবেন না। এদেশে ক্ষমতায় যাবে সেই দল যে দলকে মানুষ ভোট দিয়ে বিজয়ী করবে। বিনা ভোটের সরকার বাংলাদেশে আমরা আর কোন দিন আসতে দিবো না। গত পনেরো বছর আমার ভাইয়েরা ঘরে থাকতে পারে নাই। মাসে পর মাস আমার ভাইয়েরা কারাগারে থেকেছে। এইসব কথা পুরনো না। জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছে। আওয়ামীলীগ রে এখন কোত্থাও টুকাইয়া পাওয়া যায় না। সরাইলে অলি আহাদের ১২ তম মৃত্যুবার্ষিকীতে এসে অন্তবর্তী সরকারের উদ্দেশ্যে এইসব কথা বলেন, বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সহ -সম্পাদক ব্যারিষ্টার রুমিন ফারহানা।
রোববার (২০অক্টোবর) উপজেলার শাহবাজপুর প্রথম গেইট এলাকায় ভাষা আন্দোলনের সিপাহসালার ও দেশবরেণ্য জাতীয় নেতা অলি আহাদের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী দল বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সহ -সম্পাদক ব্যারিষ্টার রুমিন ফারহানা।
শাহবাজপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মুন্সী আমানুল্লাহ’র সভাপতিত্বে রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, ডেমোক্রেটিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খোকন সেন, জেলা বিএনপি সাবেক সহ সভাপতি এড. শফিকুর রহমান শফিক, সরাইল উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মাস্টার, নবীনগর উপজেলা বিএনপি নেতা আনিছুর রহমান মঞ্জু, আশুগঞ্জ উপজেলা বিএনপি নেতা হাবিবুর রহমান, সরাইল সদর ইউপি চেয়ারনম্যান আব্দুল জব্বার প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রয়াত অলি আহাদ স্মরণে দোয়া করা হয়।
মুক্তির লড়াই ডেস্ক : 

























