স্টাফ রিপোর্টার
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর সদস্য মোঃ ফরিদ আহমদ আজ সকাল সাড়ে ১০ টায় মৃত্যু বরণ করেছেন, বিকেল দাফন করা হবে। কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় গালিমপুর ইউনিয়নের বনকরা নিজ বাড়ীতে দীর্ঘদিন অসুস্থ থেকে আজ ৭ জুলাই না ফেরার পথে চলে যান। তাকে সংগঠন কর্মীরা ছিন্নমূলের জিন্দা পীর হিসেবে সম্মানিত জানতেন, রাজধানীসহ দেশের বহুস্থানে বিভিন্ন সভায় যোগ দিতে ভাল বাসতেন। লাকসাম উপজেলার বিজরা বাজারে নিয়মিত ইজারা দিয়ে বাজার ভিটি নিজ নামে নিয়ে দেশীয় স্বংস্কৃতির মানরক্ষায় মাটির তৈরী হাড়ি পাতিল বিক্রয় করে যৌবনের সময় পার করেছেন। ছেলে মেয়ে সকলে স্বাভলম্বী, নাতি, নাতিন, জামাই স্ত্রী, গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে যান। মোঃ ফরিদ আহমদ এর মৃত্যুতে আমরা শোকাহত, বেহেশত নসিব হোক।