
ষ্টাফ রিপোর্টার
মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি ২১ রমজান পালনে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন ফেনী মহিপাল চৌরাস্তায় সাহরী বিতরণ করেছে।
জেলা সভাপতি মোঃ সাইফুল ইসলামের তত্বাবধানে স্থানীয় পরিচালক হাকীম মোঃ ফয়েজুল্লার সার্বিক ব্যাবস্থাপনায় মধ্যরাতে ফেনী চট্টগ্রাম মহাসড়ক ফ্লাইওভার নিচে কমিউনিটি ও ট্রাফিক পুলিশ টিমের নিরাপত্তা সহায়তায় শতাধিক ছিন্নমূল, দিনমজুর, সি এনজি ও অটো চালক এবং পথচারীদের মাঝে সাদাভাত মোরগ ও সবজি পাক করা পানিসহ খাবার (সাহরী) বিতরণ করা হয়। এ সময় সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া উপস্থিত হয়ে সাহরী বিতরণকালে বলেন, রমজান সকলের জন্য ফরজ, মানুষের আদর্শগত নীতিগত ভাল কাজে সহায়ক। আসুন দলমত হিংসাভূলে অসহায়দের পার্শে থাকি।
এ সময় উপস্থিত ছিলন মোঃ বেলাল হোসেন খোনার, মোঃ মাজহারুল ইসলাম,মোসাঃ ছায়েরা খাতুন, মোঃ আছাদ উল্লাহ, আবদুল্লাহ আল রাশেদ, মোঃ ফয়সাল রাহাত, হাফেজ কামাল উদ্দিন ও নিজাম উদ্দিন সহ আরো অনেকে।