ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুমিল্লা ৬০ কেজি গাঁজা জব্দ Logo মুরাদনগরে বিপুল পরিমাণ ভারতীয় চিনি উদ্ধার, দুইজন আটক Logo চীন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের বৈঠক Logo চীন ও মালয়েশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী Logo ২০২৩ সালে চীনের জিডিপি ১৩০ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে Logo নববর্ষের ছুটিতে অভ্যন্তরীণ এবং বহির্গামী যাত্রী প্রবাহের শীর্ষে থাকবে Logo দূর্নীতির মাধ্যমে নামজারি খতিয়ান প্রদান করে হয়রানির অভিযোগ Logo নেত্রকোণায় ইয়্যুথ ক্যাম্পেইন ও শান্তি সম্প্রীতি পদযাত্রা Logo রূপসা বাগেরহাট বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির নির্বাচন সম্পন্ন Logo দেবিদ্বারে বিনামূল্যে চক্ষু রোগীদের চিকিৎসা সেবা

এ. জেড. এম. শফিউদ্দিন শামীমের নেতৃত্বে বরুড়া আ.লীগের বিশাল শান্তি ও উন্নয়ন সমাবেশ

স্টাফ রিপোর্টার

শান্তিপূর্ণ ও অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বরুড়া উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মীদেরকে সংগঠিত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ক্ষুধা-দারিদ্র্য-শোষণ-বঞ্চনা ও দূর্নীতিমুক্ত একটি উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অন্যতম উপজেলা হিসেবে বরুড়াকে গড়ে তোলার লক্ষ্যে আড্ডা ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ ৩ নভেম্বর ২০২৩ শুক্রবার আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সন্ত্রাস, নৈরাজ্যের বিপক্ষে জনমত গড়ে তোলার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের অভুতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়। এছাড়া অনুষ্ঠানে আড্ডা ইউনিয়নের ৪৮ জন ত্যাগী ও প্রবীণ আওয়ামী লীগ নেতাকে বিশেষ সম্মাননা ও উপহার প্রদান করা হয়।

আড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার মো: দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি এ. জেড. এম. শফিউদ্দিন শামীম। উক্ত সমাবেশে বরুড়ার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীরা এবং এলাকার শান্তিকামী সাধারণ জনগণ অংশ গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে শফিউদ্দিন শামীম প্রথমেই জেল হত্যা দিবস উপলক্ষ্যে ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারের নির্জন প্রকোষ্ঠে নৃশংস ভাবে খুন হওয়া চার জাতীয় নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন বাংলাদেশ দুর্বার গতিতে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন হয়েছে, তা সারাবিশ্বের কাছে আজ রোল মডেল। দেশে অবকাঠামোগত ও অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, মানুষের জীবন মানের উন্নয়নের ফলে বৃদ্ধি পেয়েছে গড় আয়ূ , শিশু ও মাতৃ মৃত্যুর হার কমেছে। শিক্ষার হার বেড়েছে, সেই সাথে বেড়েছে মানুষের কর্মসংস্থান। স্বাভাবিক ভাবে ৪৫ বছর সময়কালে দেশের অবকাঠামো এবং আর্থসামাজিক খাতে যে উন্নয়ন হতো, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে তা আমরা ১৫ বছরে করতে সক্ষম হয়েছি। রূপপুর ২,০০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বিশ্ব পরমাণু ক্লাবের ৩২ তম সদস্য রাস্ট্রের তালিকায় স্থান করে নিয়েছে আজ বাংলাদেশ। আমরা বিদ্যুতে সয়ংসম্পুর্নতা আর্জন করেছি, কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। উপমহাদেশে এই প্রথম আমরাই নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ করেছি। বিশ্বমানের বিমানবন্দর, মেট্রোরেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো আধুনিক সকল সুযোগ সুবিধা আমরা চালু করেছি।

তিনি বলেন সব কিছু মিলিয়ে সামগ্রিক ভাবে দেশের মানুষ ভালো আছে। আজকের বাংলাদেশ বিশ্বের কাছে বিস্ময়; যা অনেকের কাছে ভালো লাগছে না। আওয়ামী লীগ দেশের জনগণকে উন্নয়নের ধারায় এগিয়ে নিচ্ছে। এ জন্য আওয়ামী লীগ তথা শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের এবং সমমনা দলগুলোকে নিয়ে আমরা সকল ধরনের অপতৎপরতা রুখে দিব। আমরা কোন ভাবেই চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে দিবো না। যেখানে সন্ত্রাস-নৈরাজ্য সেখানেই আমরা সম্মিলিত ভাবে প্রতিরোধ গড়ে তুলবো, সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়ে যাবো । তাই আসুন সকল অপতৎপরতা রুখে দিয়ে সকলে মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও আধুনিকায়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ও তার দলকে জয়যুক্ত করে আবারও নির্বাচিত করি।

উল্লেখ্য দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি শফিউদ্দিন শামীম দীর্ঘদিন ধরে ব্যাক্তিগত ভাবে এবং তাঁর প্রতিষ্ঠিত এস কিউ ফাউন্ডেশনের মাধ্যমে কুমিল্লা দক্ষিণ তথা বরুড়ায় খাদ্য, শিক্ষা, চিকিৎসা, আবাসন সহ বহুমুখী সহায়তা কার্যক্রমের মাধ্যমে মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাছাড়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বহুমাত্রিক উন্নয়ন কর্মকাণ্ড, সাফল্য এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমুহ প্রান্তিক জনসাধারণের মাঝে প্রদর্শনীর মাধ্যমে ব্যাপকভাবে তুলে ধরছেন। সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ বরুড়ার আপামর জনসাধারনণের কাছে তুলে ধরতে বঙ্গবন্ধুর ব্যাক্তিগত, রাজনৈতিক ও সংগ্রামী জীবনের উপর নির্মিত ঐতিহাসিক চলচ্চিত্র “মুজিব: একটি জাতির রুপকার” বরুড়ার প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভায় বিনামূল্যে প্রদর্শনীর ব্যবস্থা করেছেন।

এসময় শান্তি ও উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল আবু তাহের, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান, বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বরুড়া উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মো: কামাল হোসেন, বরুড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী মহিলালীগের যুগ্ম-আহবায়ক কামরুন নাহার শিখা, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু, বরুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, শিলমুড়ি (দ:) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক হোসেন ভুঁইয়া, আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন, কুমিল্লাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির সভাপতি এডভোকেট জহিরুল হক, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক ভিপি আবদুল মান্নান, বরুড়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান বাবুল, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মিহির ও বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফরহাদ হোসেন প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা ৬০ কেজি গাঁজা জব্দ

SBN

SBN

এ. জেড. এম. শফিউদ্দিন শামীমের নেতৃত্বে বরুড়া আ.লীগের বিশাল শান্তি ও উন্নয়ন সমাবেশ

আপডেট সময় ০৭:১৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩

স্টাফ রিপোর্টার

শান্তিপূর্ণ ও অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বরুড়া উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মীদেরকে সংগঠিত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ক্ষুধা-দারিদ্র্য-শোষণ-বঞ্চনা ও দূর্নীতিমুক্ত একটি উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অন্যতম উপজেলা হিসেবে বরুড়াকে গড়ে তোলার লক্ষ্যে আড্ডা ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ ৩ নভেম্বর ২০২৩ শুক্রবার আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সন্ত্রাস, নৈরাজ্যের বিপক্ষে জনমত গড়ে তোলার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের অভুতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়। এছাড়া অনুষ্ঠানে আড্ডা ইউনিয়নের ৪৮ জন ত্যাগী ও প্রবীণ আওয়ামী লীগ নেতাকে বিশেষ সম্মাননা ও উপহার প্রদান করা হয়।

আড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার মো: দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি এ. জেড. এম. শফিউদ্দিন শামীম। উক্ত সমাবেশে বরুড়ার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীরা এবং এলাকার শান্তিকামী সাধারণ জনগণ অংশ গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে শফিউদ্দিন শামীম প্রথমেই জেল হত্যা দিবস উপলক্ষ্যে ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারের নির্জন প্রকোষ্ঠে নৃশংস ভাবে খুন হওয়া চার জাতীয় নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন বাংলাদেশ দুর্বার গতিতে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন হয়েছে, তা সারাবিশ্বের কাছে আজ রোল মডেল। দেশে অবকাঠামোগত ও অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, মানুষের জীবন মানের উন্নয়নের ফলে বৃদ্ধি পেয়েছে গড় আয়ূ , শিশু ও মাতৃ মৃত্যুর হার কমেছে। শিক্ষার হার বেড়েছে, সেই সাথে বেড়েছে মানুষের কর্মসংস্থান। স্বাভাবিক ভাবে ৪৫ বছর সময়কালে দেশের অবকাঠামো এবং আর্থসামাজিক খাতে যে উন্নয়ন হতো, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে তা আমরা ১৫ বছরে করতে সক্ষম হয়েছি। রূপপুর ২,০০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বিশ্ব পরমাণু ক্লাবের ৩২ তম সদস্য রাস্ট্রের তালিকায় স্থান করে নিয়েছে আজ বাংলাদেশ। আমরা বিদ্যুতে সয়ংসম্পুর্নতা আর্জন করেছি, কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। উপমহাদেশে এই প্রথম আমরাই নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ করেছি। বিশ্বমানের বিমানবন্দর, মেট্রোরেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো আধুনিক সকল সুযোগ সুবিধা আমরা চালু করেছি।

তিনি বলেন সব কিছু মিলিয়ে সামগ্রিক ভাবে দেশের মানুষ ভালো আছে। আজকের বাংলাদেশ বিশ্বের কাছে বিস্ময়; যা অনেকের কাছে ভালো লাগছে না। আওয়ামী লীগ দেশের জনগণকে উন্নয়নের ধারায় এগিয়ে নিচ্ছে। এ জন্য আওয়ামী লীগ তথা শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের এবং সমমনা দলগুলোকে নিয়ে আমরা সকল ধরনের অপতৎপরতা রুখে দিব। আমরা কোন ভাবেই চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে দিবো না। যেখানে সন্ত্রাস-নৈরাজ্য সেখানেই আমরা সম্মিলিত ভাবে প্রতিরোধ গড়ে তুলবো, সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়ে যাবো । তাই আসুন সকল অপতৎপরতা রুখে দিয়ে সকলে মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও আধুনিকায়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ও তার দলকে জয়যুক্ত করে আবারও নির্বাচিত করি।

উল্লেখ্য দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি শফিউদ্দিন শামীম দীর্ঘদিন ধরে ব্যাক্তিগত ভাবে এবং তাঁর প্রতিষ্ঠিত এস কিউ ফাউন্ডেশনের মাধ্যমে কুমিল্লা দক্ষিণ তথা বরুড়ায় খাদ্য, শিক্ষা, চিকিৎসা, আবাসন সহ বহুমুখী সহায়তা কার্যক্রমের মাধ্যমে মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাছাড়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বহুমাত্রিক উন্নয়ন কর্মকাণ্ড, সাফল্য এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমুহ প্রান্তিক জনসাধারণের মাঝে প্রদর্শনীর মাধ্যমে ব্যাপকভাবে তুলে ধরছেন। সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ বরুড়ার আপামর জনসাধারনণের কাছে তুলে ধরতে বঙ্গবন্ধুর ব্যাক্তিগত, রাজনৈতিক ও সংগ্রামী জীবনের উপর নির্মিত ঐতিহাসিক চলচ্চিত্র “মুজিব: একটি জাতির রুপকার” বরুড়ার প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভায় বিনামূল্যে প্রদর্শনীর ব্যবস্থা করেছেন।

এসময় শান্তি ও উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল আবু তাহের, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান, বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বরুড়া উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মো: কামাল হোসেন, বরুড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী মহিলালীগের যুগ্ম-আহবায়ক কামরুন নাহার শিখা, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু, বরুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, শিলমুড়ি (দ:) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক হোসেন ভুঁইয়া, আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন, কুমিল্লাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির সভাপতি এডভোকেট জহিরুল হক, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক ভিপি আবদুল মান্নান, বরুড়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান বাবুল, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মিহির ও বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফরহাদ হোসেন প্রমুখ।