মো: সালাউদ্দিন সোহাগ, ষ্টাফ রিপোর্টার
ওয়াসিম হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
তার বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মনপুরা বলি মাহমুদ হাজী বাড়ির।
সে (১০ অক্টোবর) বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চয়গুটি থেকে নিখোঁজ হয়েছে। তিনি সেখানে একটি হোটেলে চাকুরি উদ্দেশ্যে যান। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় খোঁজখবর পায়নি তার পরিবার। কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন পরিবারকে সহযোগিতা করুন 01712099334, 01813080439।