
কখনো জানতে চেয়ো না
রিমি কবিতা
অভিযোগের প্রাচীর পেরিয়ে হৃদয়ে
যে গোপন অনুরাগের যুদ্ধ চলে,
তা অজানাই থেকে যায় অনেক কাল।
মৃত্যু যন্ত্রণার কাতরানি নিয়ে হাসিমুখে
তবুও বয়ে চলে জীবন।
কি ভীষণ অসহায়ত্ব জমে বুকের পাঁজরে,
কি দারুন করে তীব্র অসুখের মাঝেও
বেশ করে বেঁচে থাকতে হয় ;
তা ও অজানাই থাকুক।
ভুল ক্রমে কিংবা সহজাত শখের বশে
কখনো ই জানতে চেয়ো না
যে অভিযোগ – অনুরাগ কিংবা অসহায়ত্ব,
যা কখনো ই জানার সময় হয় নি তোমার;
বরং দূরেই থেকো!!!