
স্টাফ রিপোর্টার
চাঁদপুরের কচুয়া উপজেলার ১০ নং উত্তর গোহট ইউনিয়ন এর পালগিরি গ্রামের হানু মিস্ত্রি বাড়ির জমি সসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় অন্তত ৪ জন আহত হয়েছে। এরা হচ্ছে- বকুল বেগম (৬৫), ফরহাদ হোসেন (২৫), পিংকি আক্তার(২২) ও পলি আক্তার (২০)। এরা সকলে কচুয়া সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।
জানা গেছে- সোমবার সন্ধ্যায় জমি সংক্রান্ত বিরোধে একই বাড়ির শাহ আলম, কামাল, কামরুল হাসান ও তাদের পরিবারের লোকজনরা হামলার শিকার বকুল বেগম ও ফরহাদ হোসেন এর সাথে তর্কে জড়িয়ে পরে একপযায়ে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহতদের মধ্যে বকুল বেগম ও ফরহাদ হোসেনের অবস্থা আসংকাজনক। এ রিপোর্ট লেখা পরযন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।