ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কচুয়ায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

মো. সালাউদ্দিন সোহাগ, স্টাফ রিপোর্টার

চাঁদপুরের কচুয়ায় বিষধর সাপের ছোবলে নাজমা বেগম (৩৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তিনি চার সন্তানের জননী।

শুক্রবার (৯মে) দুপুরে কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের দক্ষিণ ডুমুরিয়া গ্রামের নূরানী মাদ্রাসা বাড়িতে এ ঘটনা ঘটে। নাজমা বেগম ওই বাড়ির হাফেজ মো. গিয়াস উদ্দিনের স্ত্রী।

নিহতের প্রতিবেশী জাহানারা বেগম জানান, নাজমা বাড়ির পাশে মুরগি খুঁজতে গিয়ে বিষাক্ত সাপে তার পায়ের মধ্যে কামড় দিলে তিনি ডাক-চিৎকার শুরু করেন। পরে তার পা বেঁধে দ্রুত পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

নিহতের স্বামী হাফেজ গিয়াস উদ্দিন বলেন, দুপুরে মসজিদে আজান দিলে আমি মসজিদে নামাজ পড়তে যাই। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে ডাক চিৎকার শুনে তাড়াতাড়ি বাসায় দিকে এসে দেখি আমার স্ত্রীকে বিষাক্ত সাপে ছোবল দেয়। তার পা থেকে রক্ত বের হচ্ছে। তাকে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখান থেকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয়। কিন্তু সেখানে নেওয়ার আগেই সন্ধ্যায় আমার স্ত্রী মৃত্যুর কোলে ঢলে পড়ে।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ জাহিদ হোসাইন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের ভ্যাকসিন রাখা হয় না। তাই রোগীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসাপতালে রেফার করা হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম জানান, সাপের কামড়ে গৃহবধূ নাজমা বেগমের মৃত্যু হয়েছে। তবে এ ব্যাপারে থানায় কেউ কোনও অভিযোগ করেনি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় ০৩:৩০:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

মো. সালাউদ্দিন সোহাগ, স্টাফ রিপোর্টার

চাঁদপুরের কচুয়ায় বিষধর সাপের ছোবলে নাজমা বেগম (৩৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তিনি চার সন্তানের জননী।

শুক্রবার (৯মে) দুপুরে কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের দক্ষিণ ডুমুরিয়া গ্রামের নূরানী মাদ্রাসা বাড়িতে এ ঘটনা ঘটে। নাজমা বেগম ওই বাড়ির হাফেজ মো. গিয়াস উদ্দিনের স্ত্রী।

নিহতের প্রতিবেশী জাহানারা বেগম জানান, নাজমা বাড়ির পাশে মুরগি খুঁজতে গিয়ে বিষাক্ত সাপে তার পায়ের মধ্যে কামড় দিলে তিনি ডাক-চিৎকার শুরু করেন। পরে তার পা বেঁধে দ্রুত পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

নিহতের স্বামী হাফেজ গিয়াস উদ্দিন বলেন, দুপুরে মসজিদে আজান দিলে আমি মসজিদে নামাজ পড়তে যাই। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে ডাক চিৎকার শুনে তাড়াতাড়ি বাসায় দিকে এসে দেখি আমার স্ত্রীকে বিষাক্ত সাপে ছোবল দেয়। তার পা থেকে রক্ত বের হচ্ছে। তাকে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখান থেকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয়। কিন্তু সেখানে নেওয়ার আগেই সন্ধ্যায় আমার স্ত্রী মৃত্যুর কোলে ঢলে পড়ে।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ জাহিদ হোসাইন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের ভ্যাকসিন রাখা হয় না। তাই রোগীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসাপতালে রেফার করা হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম জানান, সাপের কামড়ে গৃহবধূ নাজমা বেগমের মৃত্যু হয়েছে। তবে এ ব্যাপারে থানায় কেউ কোনও অভিযোগ করেনি।