
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কটিয়াদীতে শুরু হয়েছে প্রায় আটশত বছরের পুরোনো ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা।
৫ নং মুমুরদিয়া ইউনিয়ন কুড়িখাই হরযত শাহ শামসুদ্দিন সুলতানুল আউলিয়া বুখারী (রাঃ) স্মরণে চলছে।
আটশত শত বছরের ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা।সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে এ মেলা শুরু হয়। সপ্তাহব্যাপী এই মেলা চলবে আগামী রোববার ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিবছর মাঘ মাসের শেষ সোমবার থেকে শুরু হওয়া এই মেলা অন্যতম আর্কষন বড় আকারের মাছ কেনাবেচা হয়। ও বিক্রী হয় কাঠের আসবাবপত্র সহ বিভিন্ন ধরণের পণ্যসামগ্রী। এই কুড়িখাই মেলায় বিশেষ আকর্ষণ হচ্ছে দুই দিন চলে কুড়িখাই মেলা তে বউদের মেলা। এলাকার নারীরা দুই দিন মেলায় গিয়ে কেনা কাটা করেন এবং কিশোরগঞ্জ নয় বিভিন্ন অঞ্চল থেকে আসেন।
এই কুড়ি খাই মেলায় এবং সকল পেশাজীবীর মানুষ, কুড়ি খাইয়ে আশে পাশে চলছে উৎসবের আমেজ দেশের বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসা হয় বড় আকারের মাছ এই মেলা তে স্থানীয়দের ধারণা মেলার মাছ খেলে রোগ ভালাই থাকে না ও বছরে বিপদ আপদ থাকেনা, এ মেলায় রকমারি পণ্য ছাড়াও বড় আকারের মাছ দৃষ্টি কাড়ছে দর্শনার্থীদের।
এই মেলায় আছে বিনোদনের জন্য নাগরদোলা নানা রকম আয়োজন। কুড়িখাই মেলায় মানুষের ঢল নেমেছে। মেলার চারপাশে উৎসবের আমেজ, হাসি-আনন্দে মুখরিত পরিবেশ। নানা ধরনের দোকানপাট, খাবারের স্টল ও হস্তশিল্পের পসরা মেলায় এনেছে ভিন্নমাত্রা। শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্ক—সবাই মেলার আনন্দে মেতে উঠেছে।
লোকজ সংস্কৃতি আর ঐতিহ্যের ছোঁয়া নিয়ে মেলার বিভিন্ন অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। লাঠিখেলা, পুতুলনাচ, বাউল গানসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা মেলায় প্রাণ সঞ্চার করেছে।
সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে মেলাটি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীও সক্রিয় রয়েছে, যার ফলে দর্শনার্থীরা নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন। সব মিলিয়ে, এবারের কুড়িখাই মেলা জমজমাট ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে।বলে জানান, মেলার কমিটির সদস্য ও কুড়িখাই। মাজার খাদেম শাহ্ রোকন, শাহ্ আলী আকবর, শাহ্ মতি, শাহ্ মুর্শিদ।