
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা চান্দপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কচিকণ্ঠ শিশু একাডেমি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কচিকণ্ঠ শিশু একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শাকিল আহম্মেদ।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন কটিয়াদী উপজেলা শাখার সভাপতি জনাব শাজাহান পিন্টু, ৪নং চান্দপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল হক উজ্জ্বল, ভাট্রা হাওর তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া, কিশোরগঞ্জ ফুটবল রেফারী এসোসিয়েশনের সদস্য আবুল কাসেম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কচিকণ্ঠ শিশু একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক নজরুল ইসলাম ও সোহেল শাহ্, উপস্থাপনায় ছিলেন কামরুল ইসলাম।
বিভিন্ন খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ও বিভিন্ন ধরনের পিঠা বিক্রি করা হয়। পুরস্কার বিতরণীর পর সভাপতির সমাপ্তি বক্তব্যে পর অনুষ্ঠানটি শেষ হয়।
মুক্তির লড়াই ডেস্ক : 



























