
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা চান্দপুর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গঠন করা নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (২৫ ফেব্রুয়ারি ২০২৫) রোজ মঙ্গলবার রাত নয় টা সময় কটিয়াদী স্বপ্ন কুঞ্জ কমিউনিটি সেন্টারে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন মোঃ আরিফুর রহমান কাঞ্চন, সাধারণ সম্পাদক কটিয়াদী উপজেলা বিএনপি।
আজিজুল হক শাজাহান কটিয়াদী উপজেলা কৃষক দলের আহবায়ক, সাইফুল ইসলাম জাইদুল কটিয়াদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক, মোহাম্মদ আলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ তাজউদ্দিন আহমদ চান্দপুর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি, কাজী বকুল সাবেক সাধারণ সম্পাদক চান্দপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, মোহাম্মদ সালমান টি রহমান মিঠু সাবেক সহ সাধারণ সম্পাদক ছাএদল ঢাকা মহানগর দক্ষিণ, মোঃ এশাদ আলম সোহেল মিয়া, এই আলোচনায় সভায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নেতাকর্মীরা। এই সময় আরিফুর রহমান কাঞ্চন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের চান্দ্পুর ইউনিয়নের কৃষক দলের কমিটি ঘোষণা করা হবে শীঘ্রই,