মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ধুলদিয়া ইউনিয়ন আতকলা গ্রামে ঈদুল ফিতর উপলক্ষে ভূঁইয়া বাড়ি মাঠ প্রাঙ্গণে একই গ্রামের দুটি দলের মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন বদরুল উদ্দিন ভূঁইয়া এবং সহ সভাপতিত্ব করেন পারভেজ খাঁন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান জামান।
উক্ত খেলায় উপভোগ করতে বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান জামান বক্তব্যে বলেন, উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে এবং প্রত্যেকে প্রত্যেকের পছন্দের প্রার্থীকে সুষ্ঠু ভাবে কেন্দ্র গিয়ে নিজ নিজ দায়িত্বে ভোট দিতে পারবেন। পরে খেলা শেষে কামরুজ্জামান বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।