
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
রবিবার কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা গণ অধিকার পরিষদ আচমিতা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বৈদিক বাণিজ্য সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা কমিটির আহবায়ক আলহাজ্ব লায়ন মোঃ নাছির উদ্দিন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,
কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব আকন্দ মোঃ উজ্জ্বল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ শাখার সিনিয়র আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অভি চৌধুরী, ইমতিয়াজ আহমেদ কাজল, সহ সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, যুব অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ সোহাগ মিয়া।
এই সময় আলহাজ্ব লায়ন মোঃ নাছির উদ্দিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সভাপতি গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির শফিকুল ইসলাম শফিক সহ বিভিন্ন পেশাজীবী মানুষ এই সময় অনুষ্ঠিত ছিলেন।