
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে করগাঁও হাওর থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মোঃ আজিম (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ জুন) সকালে উপজেলার করগাঁও ইউনিয়নের পৈতান হাওর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আজিম উপজেলার করগাঁও ইউনিয়নের পালঙ্করহাটি গ্রামের মোঃ এনার মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে আজিম পৈতান হাওরে গরু আনতে যায়। সন্ধ্যায় গরু বাড়িতে এলেও আজিম ফিরে আসেননি। রাতেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে। সকালে হাওরে গিয়ে তার পোড়া দেহ পড়ে থাকতে দেখেন আত্মীয় স্বজনরা। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য এবং ইউনিয়নের চেয়ারম্যান এবং পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে।
করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাদিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজিমের শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। বজ্রপাতে তিনি মারা গেছেন বলে এলাকাবাসী এবং আত্মীয়-স্বজনরা নিশ্চিত করে বলেন।
কটিয়াদী থানার ওসি কে এসএম শাহাদত হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। নিহত আজিম বজ্রপাতে মারা যায়। তার শরীরের কিছু অংশ পুড়ে গেছে। পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।