
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কটিয়াদীতে চান্দ্পুর পাঁচ পাড়া চুরি করতে গিয়ে ধরা পরে হামজা নামে এক যুবক পাঁচ পাড়ার মোহাম্মদ আলীর বাসায় । ৯ ফেব্রুয়ারী ২০২৫ রাত দুইটার সময় ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ঘরের ভিতরে প্রবেশ করেন হামজা নামে এক যুবক । মোহাম্মদ আলীর পরিবারের সদস্য ঘরের ভিতরে হামজা কে পদ্মার আড়ালে দেখতে পেয়ে চিৎকার মারায় দাঁড়ালো চুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেন , পরে মোহাম্মদের পরিবারের চিৎকার শুনে গ্রামবাসী এগিয়ে আসেন এবং মোঃ হামজা দৌড় দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করেন গ্রামবাসী । আটক কূত হলেন মোঃ ধলু মিয়ার ছেলে মোঃ হামজা গ্রাম তেলি ছাড়া থানা কটিয়াদী । মোঃ হামজা কে আটক করে পরে পাঁচ পাড়া গ্রামের মানুষ চান্দ্পুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শহীদুল হক উজ্জ্বল কে মোটো ফোনে জানালে। পরে বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কে মোটো ফোনে জানান চান্দ্পুর ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল হক উজ্জ্বল, পরে সকালে ঘটনাস্থলে আসেন এস আই মোঃ ফখরুল। এবং তার হাতে তুলে দেন মোঃ হামজা কে পাঁচ পাড়ার গ্রামবাসীরা পরে কটিয়াদী মডেল থানায় নিয়ে যান মোঃ হামজা কে এস আই মোঃ ফখরুল, কটিয়াদী মডেল থানায় সোপর্দ করেন
এবং এ বিষয়ে থানায় অভিযোগ হলে বিধি মোতাবেক তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে