মোঃ ওয়াহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে কটিয়াদীতে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ সদস্যসহ তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ তারিখ। ৯ /১০/২০২৩ অক্টোবর সোমবার দিবাগত রাত তিনটায় উপজেলার মশুয়া ইউনিয়নের বৈরাগীরচর গ্রামে শফিক মিয়ার পরিত্যক্ত মুরগির ফার্ম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো, বৈরাগীরচর গ্রামের আহাম্মদ আলীর ছেলে মসুয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. আশরাফুল আলম (৪৫), চরআলগী গ্রামের মৃত একবর আলীর ছেলে তোতা মিয়া (৪০) ও রামদী গ্রামের মৃত মুসলিমের ছেলে মো. কালাম (৩৫)
জানা যায়, সোমবার দিবাগত রাত তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানার এসআই জহুরুলের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মশুয়া ইউনিয়নের বৈরাগীরচর গ্রামে শফিক মিয়ার পরিতেক্ত মুরগির ফার্মে অভিযান পরিচালনা করে। এ সময় জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় কটিয়াদী মডেল থনায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটকে বিষয়টি নিশ্চিত করে কটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেন বলেন, কটিয়াদী উপজেলার ভিতরে এবং আমার থানা এলাকায় কোন জুয়া, মাদক থাকবে না। এর বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। বলে জানান এস এম শাহাদাত হোসেন