মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
জেলার কটিয়াদী উপজেলায় “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে” তারুণ্যের উৎসব – ২০২৫ ইং উদযাপন উপলক্ষে ডেঙ্গু মোকাবিলায় প্রাতিষ্টানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতা-ই অধিক গুরুত্বপূর্ন শীর্ষক কলেজ পর্যায় এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বুধবার ২২ জানুয়ারী বিকাল ২ টায় কটিয়াদী উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের আয়োজনে কটিয়াদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্টানে সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা।
বিতর্ক প্রতিযোগিতা অনুষ্টানে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী অন্তু পাল, সমাজসেবা অফিসার আবুল খায়ের, বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফারদিন খান রাব্বি, কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো, সাবেক উপজেলা ভাইস চেয়্যারম্যান মোঃ শফিকুল ইসলাম মোড়ল ও মাওলানা আবুল কাশেম।
বিতর্ক প্রতিযোগিতায় বক্তারা বলেন,তরুনরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা এ পৃথিবী বদলে দিবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
বিতর্ক প্রতিযোগিতায় ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্টানিক উদ্দেশ্যের চেয়ে ব্যক্তিগত সচেতনতা ই অধিক গুরুত্বপূর্ন শীর্ষক বিতর্কে কটিয়াদী সরকারী কলেজ ও কটিয়াদী মহিলা কলেজ অংশগ্রহন করে।পরে বিতর্কে কটিয়াদী সরকারী কলেজ যুক্তিতর্কে বিজয়ী হয়।