
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে সাব রেজিস্ট্রি অফিস দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ শে জুন) সকাল ১০ টার দিকে সংগঠনের সভাপতি মোঃ আব্দুল হাই অরুন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় উপজেলা সাব রেজিস্ট্রি অফিস কার্যালয়ে বার্ষিক সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ খাইরুল আমিন রুহুল সরকার, মোঃ ফরিদ উদ্দিন খান, কোষাধক্ষ্য বাবু টুটন কুমার সাহা, সহ-সম্পাদক রকিবউদ্দিন জনি, সাংগঠনিক সম্পাদক জসীমউদ্দীন, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক সোহাগ আকন্দ, ত্রাণ বিষয়ক সম্পাদক মোতালিব সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের ভিতর কোন প্রকার দুর্নীতির অভিযোগ আসলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ সহ সকল দলিল লেখক যেনো দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকেন এমনটিই আহ্বান জানান সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন