
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কটিয়াদী উপজেলার ৪নং চান্দ্পুর ইউনিয়ন পরিষদ কার্যক্রমে সামনে বি ডাব্লিউ বি এর চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) বিতরণের সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলার ট্যাগ অফিসার হেলাল উদ্দিন হেলাল, ৪ নং চান্দ্পুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মানিক মিয়া, ৪নং চান্দ্পুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল হক উজ্জ্বল, ইউপি সদস্য গণ সহ গ্রাম পুলিশ সদস্যরা।
এ সময় বি ডাব্লিউ বি ৩০কেজি হারে ১৪০ বস্তা চাল বিতরণ করা হয়। হতদরিদ্র নারী গণের মাঝে উপকারভোগী মোছাঃ লায়লা বেগম, ও মোছাঃ উশনা বেগম ৩০ কেজি হারে চাউল পেয়ে খুশি হন। মোছাঃ রাবেয়া আক্তার বলেন, আমি চান্দ্পুর ইউনিয়নের পাড়ামন্ডল বুকের বাসিন্দা, প্রতি মাসে ৩০ কেজি হারে চাউল পেয়ে যাচ্ছি ও ৩০ কেজি চাউল পেয়ে আমরা কিছু দিন খেতে পারি এবং দিন দিন সব জিনিসের দাম বাড়তে থাকায় আমাদের সংসার চলতে অনেক কষ্ট হয়। চান্দ্পুর ইউনিয়ন পরিষদ থেকে বিনামূল্য প্রতি মাসে ৩০ কেজি হারে চাউল পেয়ে আমরা অনেক খুশি এবং কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার কে ধন্যবাদ জানাই, আরো ধন্যবাদ জানাই ৪ নং চান্দ্পুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শহিদুলহক উজ্জ্বলকে।
মুক্তির লড়াই ডেস্ক : 

























