
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কটিয়াদীতে মোছাঃ মনজিলা খাতুন নামে এক বৃদ্ধ মহিলা নিজ বসত ঘরের সামনে কাঁঠাল গাছে গলায় দড়ি প্যাঁচিয়ে আত্মহত্যা করেছেন। তিনি কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের পাঁচ পাড়া গ্রামের মোঃ হাবিবুর রহমান ও জিল্লু রহমানের মা।
জানা যায়, শনিবার দিবাগত রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে কোন একসময় মনজিলা খাতুন কাঁঠাল গাছে গলায় দড়ি প্যাঁচিয়ে আত্মহত্যা করে। সকালে তার ঝুলন্ত লাশ দেখে কটিয়াদী থানায় সংবাদ দেয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মনজিলা খাতুনের দুই ছেলে দুই মেয়ে রয়েছে এবং ছেলে মেয়েরা কোনদিন মাকে কষ্ট দিতে দেখা যাচ্ছে না বলে জানান
কটিয়াদী মডেল থানাধীন বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্র ওসি বিদ্যুৎ কুমার বড়ুয়া ও এস আই মাসুদ এসআই মোঃ জামাল হোসেন
জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।