
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কটিয়াদীতে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় হতদরিদ্র নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার ৮ সেপ্টেম্বর দুপুরে উপজেলার চান্দপুর ইউনিয়ন পরিষদে এই চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাইদুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আসমা আক্তার এবং উপজেলা ট্যাগ অফিসার কাজী মোমেন।
চান্দপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল হক উজ্জলের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রত্যেক সুবিধাভোগীকে দুই মাসের জন্য ৩০ কেজি ওজনের দুই বস্তা করে মোট ৬০ কেজি চাল প্রদান করা হয়।
ইউনিয়নের তালিকাভুক্ত হতদরিদ্র নারীরা এই সহায়তা গ্রহণ করেন। এ সময় ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মাইদুল ইসলাম নিজ হাতে সুবিধাভোগীদের মাঝে চালের বস্তা তুলে দেন। বিতরণের শেষে এক বক্তব্যে তিনি জানান, বাংলাদেশ সরকারের দেওয়া ভিডব্লিউবি কার্ডের চাল বিক্রি করা যাবেনা ।