
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা মানিক খালী বাজারে দীর্ঘদিন ধরেই নিত্যপণ্য, কাঁচাবাজার,সবজির দাম
গত এক সপ্তাহে সবজির দাম নিয়ে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। ১০০ শত টাকার নিচে কোন সবজি ক্রয় করা সম্ভব হচ্ছে না মানুষের। মাছ-ও বয়লার মুরগি এমনকি মসলাজাত পণ্যের দামে উর্ধ্বে উঠে গিয়েছে এই অবস্থা সাধারণ মানুষের নাগালের বাইরে। বাজারে বেড়েই চলছে অস্থিরতা। সরবারহে খুব একটা কোনো ঘাটতি না থাকলেও বেশিরভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানেই দাম বেড়ে গেছে বিভিন্ন সবজির। ১০০টাকা ও ৬০ টাকার নিচে তেমন কোনো সবজি মিলছে না।
শুধু তাই নয়, কাঁচামরিচের দাম ৪০০ টাকা পর্যন্ত হয়েছে, পেঁয়াজ কিনতে হচ্ছে ১১০ টাকা কেজি দরে। মুরগি আর মাছের দাম তো আগে থেকেই বাড়তি। বাজারে সাধারণ মানুষ গিয়ে কোনটা কিনবেন আর কোনটা কিনবেন না, ভেবে হতাশ সাধারণ ক্রেতারা।
বিক্রেতারা বলছেন, শুধু মানিক খালী বাজার নয় আমাদেরকে কিনতে হচ্ছে কটিয়াদী নিত্যপূর্ণ সবজির বাজার থেকে এবং দাম ছড়া থাকায় আমাদেরকে বিক্রি করতে হচ্ছে অল্প লাভে,
বেশকিছু বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম বাড়লেও গত সপ্তাহের চেয়ে ডিম, পেঁয়াজের দাম কিছুটা নিম্নমুখী। ১১০ টাকার নিচে পাওয়া যাচ্ছে শুধু চারটি সবজি। এগুলো হলো পেঁপে, পটোল, ঢ্যাঁড়স ও । পেঁপে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০-৬০ টাকা দরে। এছাড়া পটোল, ঢ্যাঁড়স ও মুলার কেজি বাজারভেদে ৬০-৮০ টাকা।
বেশিরভাগ সবজির কেজি বিক্রি হচ্ছে ১০০-১৪০ ও টমেটো ২০০ টাকা দরে। এরমধ্যে আছে গোলবেগুন, বরবটি, করলা, ঝিঙা, চিচিঙা, ধুন্দলের মতো সবজি। এসব সবজির দাম ১০০ টাকার নিচে নামছেই না।
সবজির খুচরা বিক্রেতারা বলছেন, গত সপ্তাহের চেয়ে এসব সবজির দাম বেড়েছে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা।
কয়েক সপ্তাহ ধরে কাঁচামরিচের দাম নিয়ে বেড়েছে ক্রেতাদের অস্বস্তি। ১৬অক্টোবর ২০২৪ রোজ বুধবার বিক্রি হচ্ছে বাজারভেদে ৪০০ থেকে ৩৮০টাকা দরে।
এদিকে, আমদানির উদ্যোগ ও শুল্ক কমানোর খবরে গত তিন দিনে ডিমের দাম কমেছে। বুধবার প্রতি ডজন ডিম ১৬৫টাকা বিক্রি হচ্ছে, যা সপ্তাহের শুরুতেই ১৮০ টাকা পর্যন্ত উঠেছিল।
তবে ১৬অক্টোবর ২০২৪ বুধবার ব্রয়লার মুরগির দর কমেনি। এখনো ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে -২০০ টাকা দরে। সোনালি জাতের মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩২০ টাকা করে ।