
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কটিয়াদী দ্রুত সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র জিদনী মিয়া হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সরকারি কলেজের শিক্ষার্থীরা।
রবিবার (১৫জুন) সকাল ১১টার দিকে কটিয়াদী বাসস্ট্যান্ডে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত শিক্ষার্থী জিদনীর বড় বোন ময়না আক্তার, ছাত্রনেতা মোহাম্মদ রিমন, সহপাঠী, ছাত্র নেতাসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
এসময় নিহত জিদনীর বোন ময়না আক্তার বলেন, জিদনী হত্যার ১২দিন পার হয়ে গেলেও পুলিশ কোনো আসামী গ্রেফতার করতে পারে নাই।তিনি এ বিষয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।
মানববন্ধনে বক্তারা সরকারের বিচার বিভাগের কাছে জিদনী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে জিদনী মিয়া (১৭) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জিদনী কটিয়াদী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্বজনরা জানায়, গত বৃহস্পতিবার রাতে কটিয়াদী পৌরসভার ভরারদিয়া গ্রামের সাধক আলহাদুর বাড়িতে এক অনুমোদনহীন সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে পূর্ব বিরোধের জেরে ও পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দুর্বৃত্তরা জিদনী মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, “ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।”
মুক্তির লড়াই ডেস্ক : 

























