
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় জমশেদ মিয়া (৪০) নামে পোল্ট্রি মুরগী ও পোল্ট্রি ফিড ব্যবসায়ী নিহত এবং চান্দু মিয়া (৩০) নামে একজন গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে মধ্যপাড়া নামক স্থানে মাছবাহি টমটম ও ঔষধ কোম্পানীর গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই জমশেদ মিয়া নিহত ও টমটম চালক চান্দু মিয়া গুরুতর আহত হয়েছে।
নিহত জমশেদ মিয়া উপজেলার বনগ্রাম ইউনিয়নের আনন্দ বাজারের ফিড ব্যবসায়ী ও তিলকান্তা গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
বনগ্রাম পশ্চিম পাড়ার ফয়সাল ভূইয়া জানান, বুধবার সকালে জমশেদ মিয়া নিজ হ্যাচারীর মাছ টমটম যোগে কটিয়াদী মাছ আরতে নিয়ে যাওয়ার সময় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহা সড়কে মধ্যপাড়া নামক স্থানে মাছবাহি টমটম ও ঔষধ কোম্পানীর গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই জমশেদ মিয়া নিহত হয়েছে। আহত টমটম চালক চান্দু মিয়াকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কটিয়াদী হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম জানান, কটিয়াদী উপজেলার মধ্যপাড়া নামক স্থানে মাছবাহি টমটম ও ঔষধ কোম্পানীর গাড়ির সংঘর্ষে ঘটনারস্তলে জমশেদ মিয়া নামে একজন ব্যবসায়ী নিহত ও টমটম চালক গুরুতর আহত হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুক্তির লড়াই ডেস্ক : 



























