
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কটিয়াদীতে সরকারি খাল ভরাট করে রাস্তা করে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে চান্দপর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোঃ সলিমুদ্দিনের বিরুদ্ধে।
মাটিকাটা অভিযোগ করেন চান্দপর এলাকার স্থানীয় জনগণ। অভিযোগ সূত্রে জানা যায়, ২নং ওয়ার্ডের মোঃ তাাহুমের জমির পরিমাণ সমান করতে গিয়ে জমির মাটি দেন মোঃ সলিমুদ্দিন কে। এবং এই মাটি বিক্রি করা হচ্ছে ১৪00 টাকা করে।
গ্রাহকদের বাড়িতে পৌঁছে দিতে সরকারি খাল ভরাট করে রাস্তা করেন মোঃ সলিমুদ্দিন, চান্দ্পুর উকিল বাড়ির পিছন দিয়ে মাটি গ্রাহকদের বাড়িতে পৌঁছে দিতে গেলে আরেকটি সরকারি রাস্তা বেহাল দশা হয় বলে জানান সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা, ওই রাস্তায় যাতায়াত করেন সকল পেশাজীবের মানুষ। রাস্তায় বেহাল দশার কারণে একটি অপারেশনের রোগী ব্যাটারি চালিত অটো থেকে নেমে অনেকটা জায়গায় হেঁটে যেতে হয়েছে বলে জানান তিনি ।
চান্দ্পুর উচ্চ বিদ্যালয় ও চান্দ্পুর প্রাথমিক বিদ্যালয় এবং একটি সরকারি ক্লিনিক রয়েছে ।চান্দ্পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বাড়ি যানবাহন নেওয়ার কারণে এই রাস্তা বেহাল দশা ।
এ বিষয়ে কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা গণমাধ্যমকে বলেন, সরকারি খাল ভরাট করার মতো কারো অধিকার নেই । তবে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ।