
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের “চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজ” এর এডহক কমিটির সভাপতি কে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছে। ২২ শে মার্চ ২০২৫ শনিবার বিকালে কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ছুরিকাঘাতে চাতল ০৬-নং ওয়ার্ড এর মোঃ আশিক খাঁ (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আরব আলী খাঁ এর ছেলে।
আহত অবস্থায় তাকে কটিয়াদী ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত আশিক খা ছাড়াও এই ঘটনায় “চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজ” এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতরা ভাগলপুর জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আশিক খাঁ এর মা রিতা জানান, গত ৪/৫ দিন ধরে স্বামীকে নিয়ে ভাগলপুর হাসপাতালে ভর্তি হন। কিন্তু আজ নিজ সন্তানের এমন নির্মম মৃত্যুর খবর শুনবেন তা কখনোই ভাবেননি।
এ ঘটনায় কটিয়াদী উপজেলার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মো. আশিক খাঁ এর মৃতদেহ কাঁধে নিয়ে কটিয়াদী সরকারি হাসপাতাল থেকে বের হয়ে কটিয়াদী রিক্সামোড়, কলেজ রোড ও উপজেলা রোড হয়ে কটিয়াদী বাসস্ট্যান্ড পেট্রোল পাম্প পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। পরে আবারও মোঃ আশিক খাঁ এর মৃতদেহ কাঁধে নিয়ে কটিয়াদী মডেল থানায় এসে সমাপ্তি করে।
বিষয়টি নিয়ে কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন বলেন, এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হলেও সে অপরাধী। কাজেই অপরাধীর কোনো ক্ষমা নাই। আমরা এর তীব্র নিন্দা জানাই ও অপরাধীর শাস্তি কামনা করছি।
এছাড়াও এ ঘটনার বর্ণনা তুলে ধরেন মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন সাবেরী। উক্ত ঘটনায় এমন চাঞ্চল্যকর সৃষ্টি হলে থানায় জড়ো হন এলাকাবাসী। ঘটনাস্থলের পরিবেশ শান্ত রাখতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।