
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক(নি:) বিদ্যুৎ কুমার বড়ুয়া এর নেতৃত্বে এসআই(নি:) মানষ ভদ্র, এসআই(নি:) মো: ফখরুল ইসলাম এএসআই/মাসুদ রানা সঙ্গীয় ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১৪/০৮/২০২৫
তারিখ দিবাগত রাত্র অনুুমান ০১:১০ ঘটিকার সময় কটিয়াদী থানাধীন ০৪নং চান্দপুর ইউনিয়ন চারিয়া গ্রামে ৩০ (ত্রিশ) কেজি গাঁজা ও একটি প্রাইভেট কার সহ আসামী ১। মুজিবর মিয়া (৬২) গ্রাম তুলতলি, ইউপি, মুছাপুর থানা রায়পুরা।
জেলা নরসিংদী ২।মো: হৃদয় মিয়া (২৪) পিতা মোঃ জালাল উদ্দিন , গ্রাম আমলাপাড়া নিউটাউন ভৈরব , বাট্টা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া সংবাদকর্মীকে বলেন গোপন সংবাদের ভিত্তিতে ৩০ কেজি গাজা ও একটি প্রাইভেট কার সহ গ্রেপ্তার করেছে
গ্রেফতারকৃত আসামিদের কটিয়াদী মডেল থানায় রাতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি মোঃ তরিকুল ইসলাম বলেন আসামিদের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং তাদেরকে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
মুক্তির লড়াই ডেস্ক : 


























