
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক(নি:) বিদ্যুৎ কুমার বড়ুয়া এর নেতৃত্বে এসআই(নি:) মানষ ভদ্র, এসআই(নি:) মো: ফখরুল ইসলাম এএসআই/মাসুদ রানা সঙ্গীয় ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১৪/০৮/২০২৫
তারিখ দিবাগত রাত্র অনুুমান ০১:১০ ঘটিকার সময় কটিয়াদী থানাধীন ০৪নং চান্দপুর ইউনিয়ন চারিয়া গ্রামে ৩০ (ত্রিশ) কেজি গাঁজা ও একটি প্রাইভেট কার সহ আসামী ১। মুজিবর মিয়া (৬২) গ্রাম তুলতলি, ইউপি, মুছাপুর থানা রায়পুরা।
জেলা নরসিংদী ২।মো: হৃদয় মিয়া (২৪) পিতা মোঃ জালাল উদ্দিন , গ্রাম আমলাপাড়া নিউটাউন ভৈরব , বাট্টা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া সংবাদকর্মীকে বলেন গোপন সংবাদের ভিত্তিতে ৩০ কেজি গাজা ও একটি প্রাইভেট কার সহ গ্রেপ্তার করেছে
গ্রেফতারকৃত আসামিদের কটিয়াদী মডেল থানায় রাতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি মোঃ তরিকুল ইসলাম বলেন আসামিদের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং তাদেরকে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।