মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কটিয়াদী থানাধীন ভাট্টা হাওর তদন্ত কেন্দ্রের পুলিশ একটি বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে চান্দপুর শেখেরপাড়া এলাকার মিয়া চাঁন শাহ মাজার সংলগ্ন স্থানে মাদক বিক্রির সময় তাদের আটক করা হয়। বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া এর নেতৃত্বে এসআই (নি) ফখরুল ইসলাম সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ৮০ (আশি) পিচ ইয়াবা ও নগদ ৬৮৫০/- টাকা সহ তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন মো. জাহাঙ্গীর আলম (৪৯), মো. ফুল মিয়া (৫০), মো. শফিক (৩২) এবং মোঃ. আজিজুর রহমান (৫২)। এবং চারজন একই গ্রামের বাসিন্দা কটিয়াদী উপজেলার চান্দপুর শেখেরপাড়া এলাকায়।
অভিযানের সময় আসামিদের হেফাজত থেকে ৮০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট, যার ওজন ৮ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ২৪,০০০ টাকা, জব্দ করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৬,৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
এই বিষয়ে ভাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফখরুল ইসলামের নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে মাদকসহ আসামিদের গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।” তিনি আরও জানান এই এলাকায় মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে তিনি স্থানীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।