
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
করগাঁও ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা শাহ শাজাহান হোসাইনী ও অফিস সহায়ক মোঃ সিদ্দিক মিয়ার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা গেছে, সেবা নিতে আসা সাধারণ মানুষদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও নানা হয়রানির মাধ্যমে অফিসটি যেন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সেবাপ্রত্যাশীদের অভিযোগ, জমির মাঠপর্চা নিতে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ঘুষ দাবি করা হয়।
স্থানীয়দের ভাষ্যে, খাজনার অনুমোদন, খাজনার চেক প্রদান, খারিজের প্রতিবেদন বা হোল্ডিং সংশোধনের মতো প্রতিটি কাজেই ঘুষ ছাড়া কোনো ফাইল নড়াচড়া করে না। অভিযোগ রয়েছে, উপ-সহকারী কর্মকর্তা শাহ শাজাহান হোসাইনী সরাসরি সেবাপ্রত্যাশীদের বলেন—“এখন সব কাজের নতুন নিয়ম, পাঁচশ টাকা দিতে হয়।”
সংবাদকর্মীরা এ বিষয়ে জানতে চাইলে শাহ শাজাহান হোসাইনী কথা বলতে অস্বীকৃতি জানান।
এ প্রসঙ্গে কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারা বলেন, “এই বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে দোষী প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মুক্তির লড়াই ডেস্ক : 

























