
কটিয়াদী উপজেলার ৪ নং চান্দ্পুর ইউনিয়ন পরিষদ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়
মোঃ ওয়াহিদ কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ কটিয়াদীউপজেলার ৪ নং চান্দ্পুর ইউনিয়ন পরিষদে মাহফুজুর রহমান মাহফুজের নেতৃত্বে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১০ অক্টোবর সকাল ১১ টায় সভা সঞ্চালনা করেন মোঃ তাসকিন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং চান্দ্পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মাহফুজ। কটিয়াদী মডেল থানা ধীন এবং বাট্টা হাওড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুশারফ হোসেন পরিচিতি ও মত বিনিময় সবায় আলোচনা রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন, এস আই শুকুর আলী, বাট্টা হাউড় চান্ন্দপু ইউনিয়নের সমাজসেবক মোঃ বাবুল মিয়া ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
মুক্তির লড়াই ডেস্ক : 



























