মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কটিয়াদী উপজেলার মানিকখালী বাজার কেন্দ্রীয় মঞ্জিলের কান্দা জামে মসজিদে ৮ম বারের মত ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
শনিবার বাদ যোহর হইতে মধ্যরাত পর্যন্ত ইসলামী সম্মেলনে কোরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করেন, হযরত মাওলানা মুফতি নোমান কাসেমী, আল্লাহর কুদরতের নিদর্শন২৬ ইঞ্চি বক্তা হযরত মাওলানা মাহবুবুর রহমান সিরাজী, হবিগঞ্জ সিলেট।
বিশেষ আলোচক হযরত মাওলানা আলী আহমদ সুন্নি আল কাদেরী, বাজিতপুর, হযরত মাওলানা মুফতি ওমর ফারুক জাকির, নেত্রকোনা, হাফেজ জাকির হুসাইন, খতিব দেবালেকান্দা পুরাতন জামে মসজিদ, হযরত মাওলানা মঞ্জুরুল হক, খতিব কোনাপাড়া জামে মসজিদ, হযরত মাওলানা আব্দুল আউয়াল, খতিব দারগাবাড়ি জামে মসজিদ, হযরত মাওলানা সুলতান মাহমুদ আজিজী, খতিব ভবানিপুর জামে মসজিদ, হযরত মাওলানা শফিকুর রহমান, খতিব চান্দপুর মধ্যপাড়া লাল মিয়া জামে মসজিদ, হযরত মাওলানা কারী আবু বক্কর সিদ্দিক, সাবেক ইমাম ও খতিব মানিকালী বাজার জামে মসজিদ ও সিনিয়র শিক্ষক চান্দ্পুর পূর্ব পাড়া দাখিল মাদ্রাসা, হযরত মাওলানা হাফেজ ক্বারী মোঃ ওয়াহেদ বিন কুদ্দুস, ইমাম ও খতিব দেবালে কান্দা নুরে মদিনা জামে মসজিদ, হাফেজ হযরত মাওলানা আব্দুল মান্নান, খতিব হাজী বাড়ি জামে মসজিদ, মাওলানা শরিফুল ইসলাম, গালিমখারবাগ জামে মসজিদ,
সভাপতিত্ব করেন মোঃ শাহ্ এনামুল হক মল্লিক, সভাপতি অত্র মসজিদ। মাহফিল পরিচালনায় করেন আলহাজ্ব শাহ্ মাহমুদুর রহমান, সভাপতি যুব ফাউন্ডেশন মানিক খালী।